টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুত ২ হাজার রানের রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল হক। এর আগে এ রেকর্ড ছিল ওপেনার তামিম ইকবালের।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার প্রথম টেস্টের প্রথম দিনই ব্যাট হাতে নান্দনিক ইনিংস খেলেছেন মোমিনুল। ১৬টি চার ও ১টি ছক্কায় ২০৩ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন তিনি। দিন শেষে ৪ উইকেটে ৩৭৪ রান তুলে ভালো অবস্থায় বাংলাদেশ।
নিজের ১৭৫ রানের ইনিংসটি খেলার পথে টেস্ট ক্যারিয়ারে ২ হাজার রান পূর্ণ করেছেন মমিনুল। ক্যারিয়ারের ২৬তম ম্যাচের ৪৭তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ হলো তার। যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
২৮ ম্যাচের ৫৩তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম। তাই তামিমকে পেছনে ফেলে টেস্টে দ্রুত ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মমিনুল।
বিশ্বের মধ্যে মমিনুলের মত ৪৭তম ইনিংসে ২ হাজার রানের মাইলফল স্পর্শ করেন অস্ট্রেলিয়ার ক্লেম হিল-বিল পনসফোর্ড, ডিন জোন্স, স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের গ্লেন টার্নার, পাকিস্তানের শোয়েব মোহাম্মদ, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া, ইংল্যান্ডের এন্ড্রু স্ট্রস, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো ও ভারতের শিখর ধাওয়ান।
এ তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। ১৫ ম্যাচের ২২ ইনিংসে দ্রুত ২ হাজার রান পূর্ণ করেছেন তিনি।