এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ এএম, ১৪ নভেম্বর ২০১৯
এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ ও ভারত। এ সিরিজের আগে দু’দল এখন পর্যন্ত ৯টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭টিতেই জিতেছে ভারত। দু’টি ম্যাচ ড্র হয়েছে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের ব্যবধান অনেক বেশি। ভারত টেস্ট ক্রিকেটের র‌্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে। যেখানে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে।

ভারত
র‌্যাংকিং : ১
অধিনায়ক : বিরাট কোহলি
কোচ : রবি শাস্ত্রী
র‌্যাংকিংয়ে সেরা ব্যাটসম্যান : বিরাট কোহলি (২)
র‌্যাংকিংয়ে সেরা বোলার : রবীচন্দ্রন অশ্বিন (১০)

সাম্প্রতিক পারফরমেন্স
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২০২ রানে জয়, ভেন্যু- রাঁচি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ১৩৭ রানে জয়, ভেন্যু- পুনে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৩ রানে জয়, ভেন্যু- বিশাখাপত্তম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রানে জয়, ভেন্যু- জ্যামাইকা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানে জয়, ভেন্যু- অ্যান্টিগা

বাংলাদেশ
র‌্যাংকিং : ৯
অধিনায়ক : মমিনুল হক
কোচ : রাসেল ডোমিঙ্গো
র‌্যাংকিংয়ে সেরা ব্যাটসম্যান : মুশফিকুর রহিম (৩৬)
র‌্যাংকিংয়ে সেরা বোলার : মেহেদী হাসান (২৫)।

সাম্প্রতিক পারফরমেন্স
আফগানিস্তানের কাছে ২২৪ রানে হার, ভেন্যু- চট্টগ্রাম
নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১২ রানে হার, ভেন্যু- ওয়েলিংটন
নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৫২ রানে হার, ভেন্যু- হ্যামিলন্টন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৮৪ রানে জয়, ভেন্যু- ঢাকা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানে জয়, ভেন্যু- চট্টগ্রাম

সর্বশেষ তিন সিরিজে মুখোমুখিতে বাংলাদেশ-ভারত
এক ম্যাচের টেস্ট সিরিজ ভারত জয়ী, সাল -২০১৭, ভেনু্যু- হায়দারাবাদ
এক ম্যাচের টেস্ট সিরিজ ড্র, সাল -২০১৫, ভেনু্যু- ফতুল্লা
দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ভারত জয়ী, সাল- ২০১০, ভেন্যু- চট্টগ্রাম ও ঢাকা।



শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি

বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক মমিনুল

বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক মমিনুল

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না : কোহলি

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না : কোহলি

চাপ নেই, ভারতকে কঠিন অবস্থায় ফেলতে চান মমিনুল

চাপ নেই, ভারতকে কঠিন অবস্থায় ফেলতে চান মমিনুল