বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না : কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৯ এএম, ১৪ নভেম্বর ২০১৯
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না : কোহলি

টি-২০ সিরিজ শেষে শুরু হচ্ছে স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের ছোট ফরমেটের সিরিজে না খেললেও টেস্ট সিরিজে ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকার পরও দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিক ভারত।

ইন্দোরে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের আগে সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি এমনটাই জানিয়েছেন।

কোহলি বলেন, এটি খুবই সহজ যে, খেলাটির প্রতি আমাদের সম্মান আছে। একইভাবে আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন তাদের প্রতি প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান রয়েছে। এটি কখনও পরিবর্তন হবে না।

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের চেয়ে ঢেড়গুণে এগিয়ে ভারত। শুধুমাত্র পরিসংখ্যানই নয়, সাম্প্রতিক ফর্মের বিচারে অনেক এগিয়ে ভারত। প্রতিপক্ষ সহজ নিশ্চিতভাবে জেনেও হালকাভাবে নিতে চান না ভারত অধিনায়ক কোহলি।

বিরাট কোহলি বলেন, বাংলাদেশ প্রায় একই কন্ডিশনে খেলতে অভ্যস্ত। সুতরাং তাদের (বাংলাদেশের) ম্যাচ পরিকল্পনা কী হতে পারে আমরা অবশ্যই সেটা জানি এবং কী করতে হবে সেটাও জানি। ফল পেতে আমাদের দলগতভাবে খেলতে হবে, যেমনটা আমরা অতীতে করেছি।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা খুবই চৌকস দল হয়ে ওঠে এবং তাদের ভালো ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তবে তারচেয়েও বড় কথা আমাদের ওপর বেশি বিশ্বাস রাখতে হবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

চাপ নেই, ভারতকে কঠিন অবস্থায় ফেলতে চান মমিনুল

চাপ নেই, ভারতকে কঠিন অবস্থায় ফেলতে চান মমিনুল

বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক মমিনুল

বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক মমিনুল

সাকিবের ঘাটতি থাকলেও পেছনে তাকানোর সুযোগ নেই বাংলাদেশের

সাকিবের ঘাটতি থাকলেও পেছনে তাকানোর সুযোগ নেই বাংলাদেশের

ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন

ভারত-বাংলাদেশ কলকাতা টেস্টের সময় পরিবর্তন