স্বাগতিক ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ হেরেছে সফরকারী বাংলাদেশ দল। রোববার তৃতীয় ও শেষ ম্যাচে ৩০ রানে হেরে সিরিজ হাত ছাড়া করেছে বাংলাদেশ।
টি-২০ সিরিজ শেষ এবার টেস্ট সিরিজের মনোযোগ দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে তার আগে দেশের বিমান ধরবেন টি-২০ স্কোয়াডের খেলোয়াড়রা। এর আগে টেস্ট স্কোয়াডে থাকা বাকি খেলোয়াড়রা ইতোমধ্যে ভারতের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন।
এদিকে টেস্ট স্কোয়াডে থাকলেও নাঈম শেখ, আফিফদের সঙ্গে দেশে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জানা গেছে, তার টেস্ট খেলার সম্ভাবনাও নাকি খুবই কম।
বাংলাদেশ ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, পারিবারিক কারণে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন মোসাদ্দেক।
টি-২০ সিরিজের দুটি ম্যাচে ভালো কাটেনি মোসাদ্দেকের। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। বল হাতে ৮ রানে ছিলেন উইকেট শূন্য। দ্বিতীয় ম্যাচে ৭ রানে অপরাজিত থাকলেও দলের প্রয়োজন মেটাতে পারেননি। বোলিংয়ে ১ ওভারেই দিয়েছিলেন ২১ রান। তৃতীয় টি-২০ ম্যাচে তাকে খেলানো হয়নি।
মোসাদ্দেকসহ মোট ৮ জন ক্রিকেটার আজ সোমবার দিল্লির উদ্দেশে নাগপুর ছাড়বেন। সেখান থেকে বাংলাদেশের বিমান ধরবেন।
দেশে ফেরা আট ক্রিকেটার হলেন- মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ, আফিফ হোসেন, আরাফাত সানী, আবু হায়দার রনি, শফিউল ইসলাম, সৌম্য সরকার ও আমিনুল ইসলাম বিপ্লব।
এদিকে নাগপুর থেকে আজই (সোমবার) ইন্দোরে যাবেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা। এর আগে টি-২০ দলের সঙ্গে নাগপুরে দু’দিন অনুশীলন করেছেন মমিনুল, সাইফ হাসানরা।