স্বাগতিক ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-২০ সিরিজের দুই ম্যাচ শেষে ১-১ জয়ে সমতায় রয়েছে দুই দল। টি-২০ সিরিজ শেষে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-বাংলাদেশ। টেস্ট সিরিজের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মমিনুল হক।
টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ভারতেই অবস্থান করছেন। অন্যদিকে অধিকায়কসহ দলের ৮ ক্রিকেটার আজ (শুক্রবার) ভারতে গেলেন। অধিনায়ক মমিনুলের নেতৃত্বে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশ টেস্ট দলের ৮ ক্রিকেটার।
শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন টেস্ট অধিনায়ক মমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহী। তারা কলকাতা হয়ে নাগপুরে যাবেন।
সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরের বিধর্বা ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে ২২ নভেম্বর।
এর মধ্যে দ্বিতীয় টেস্ট হবে দিবা-রাত্রির। ভারত-বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক টেস্ট। কারণ, দুই দলই প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে। এ টেস্ট উদ্বোধনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের টেস্ট দল
মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাইম হাসান, এবাদত হোসেন ও আবু জায়েদ চৌধুরী।