প্রতি বছরই দিবা-রাত্রির টেস্ট চান সৌরভ গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৫ নভেম্বর ২০১৯
প্রতি বছরই দিবা-রাত্রির টেস্ট চান সৌরভ গাঙ্গুলি

ফাইল ফটো

ক্রিকেটে দিবা-রাত্রির টেস্টের যাত্রা শুরু হয়েছে ২০১৫ সালে। তবে বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দেশ ভারত এখন পর্যন্ত দিবা-রাত্রির কোন টেস্ট ম্যাচ খেলেনি। শুধু খেলেনি তা নয়, শুরু থেকেই এর বিরোধীতা করে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরের সপ্তাহেই ভারতীয় ভাবনায় দিবা-রাত্রির টেস্ট নিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলি। দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহেই ভারতের মাটিতে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট আয়োজনের ঘোষণ দেন বিসিসিআই বস। শুধু তাই নয়, এখন আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডারে নিয়মিতভাবে গোলাপি বলের টেস্ট চান তিনি।

হিন্দুস্তান টাইমসকে গাঙ্গুলি বলেছেন, ‘আমরা চেষ্টা করব ভারতের মাটিতে প্রতিবছর একটি দিবা-রাত্রির টেস্ট খেলতে, এটা নিশ্চিত। ভারতীয় দল যখন বিদেশ সফরে যাবে আমরা সে দেশের বোর্ডের সঙ্গে কথা বলবো এবং দেখব একটা দিবা-রাত্রির টেস্ট খেলা যায় কি-না।’

২২ কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলতে নামছে ভারত। ২০১৫ সালে শুরু হওয়ার পর এ পর্যন্ত ৮টি দেশ দিবা-রাত্রির টেস্ট খেলেছে।

বাংলাদেশও এখন পর্যন্ত কোন দিবা-রাত্রির টেস্ট খেলেনি। তবে এবারের সফরে বিসিসিআই’র কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়ায় দিবা-রাত্রির ম্যাচকে লঙ্গার ভার্সন বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব

শেখ হাসিনাকে বিশেষ স্মারক দিচ্ছে ক্যাব

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট

হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে দিবা-রাত্রির ইডেন টেস্ট

সৌরভের প্রস্তাবে তিন সেকেন্ডেই রাজি হন কোহলি

সৌরভের প্রস্তাবে তিন সেকেন্ডেই রাজি হন কোহলি

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত