কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলপি বলে দিবা-রাত্রির টেস্ট নিয়ে উচ্ছ্বসিত ভারতের ওপেনার রোহিত শর্মা। দিল্লিতে একটি প্রচারমূলক ইভেন্টে অংশ নিয়ে আসন্ন দিবা-রাত্রির টেস্ট নিয়ে কথা বলেন তিনি।
রোহিত বলেন, খুবই উচ্ছ্বসিত আমি। প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছি। অন্যদের কথা আমি বলতে পারব না। তবে আমি এর আগে গোলাপি বলে খেলেছি। সেটি ঘরোয়া আসর দুলীপ ট্রফিতে। দারুণ এক অভিজ্ঞতা ছিল।’
তিনি বলেন, এবার প্রথমবারের মত গোলাপি বলে টেস্ট খেলার সুযোগ আমাদের সামনে। এখানে আমরা ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো এবং ম্যাচটি জেতার জন্যই খেলতে নামবো।
নিয়মিত অধিনায়ক বিশ্রামে থাকায় বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত। কোহলি বিশ্রামে থাকলেই টি-২০তে অধিনায়কত্ব করেন তিনি। নিয়মিত অধিনায়ক না হওয়ায় এ নিয়ে কোন আক্ষেপ নেই রোহিতের।
তিনি বলেন, এটি আমার হাতে নেই। একটি বা একশ’টি হোক, সবই আমার জন্য সম্মানের। দেশের হয়ে খেলতে পারা বা অধিনায়কত্ব করাই বড় সম্মানের। আমি এ দলের অধিনায়কত্ব করেছি, তাই আমার অভিজ্ঞতা আছে। তবে দীর্ঘদিনের জন্য আমাকে অধিনায়কত্ব করতে হবে বা অন্য কিছু নিয়ে আমি ভাবি না। যখনই সুযোগ আসে, তখনই ভালো করার চেষ্টা করি।
গত বছর রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপের শিরোপা জয় করে ভারত। এরপরই থেকে গুঞ্জন ওঠে, টি-২০তে রোহিতকে পুরোপুরি দায়িত্ব দেওয়ার। এ ব্যাপারে আবারও প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘ভালো খেলে আমরা শিরোপা জিতেছিলাম। আমি নেতৃত্ব দিতে প্রস্তুত। যখনই সুযোগ আসবে আমি প্রস্তুত।’
৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-২০ সিরিজ। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় এ সিরিজেও নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আর বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় টি-২০তে টাইগারদের নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।