‘কলকাতার টেস্টে শেখ হাসিনা বেল বাজাবেন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ পিএম, ২২ অক্টোবর ২০১৯
‘কলকাতার টেস্টে শেখ হাসিনা বেল বাজাবেন’

ফাইল ছবি

ক্রিকেটারদের হঠাৎ ধর্মঘটে কার্যত থেকে আছে বাংলাদেশ ক্রিকেট। ১১ দফা দাবি আদায়ে সাকিব-তামিমদের ধর্মঘটে ভারত সফর নিয়ে দেখা দিয়ে অনিশ্চয়তা। যদি এ সফর নিয়ে আশাবাদী ভারত-বাংলাদেশ।

নভেম্বরে ভারত সফরে কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় টেস্ট। ওই ম্যাচের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিতও করেছেন সৌরভ গাঙ্গুলি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বৈঠক শেষে গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি হয়তো ২১ নভেম্বর রাতেই শহরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’

শুধুমাত্র খেলার দেখার জন্যই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ঘণ্টা বাজিয়ে খেলার শুরু করার পরিকল্পনাও করেছেন গাঙ্গুলি। তিনি জানান, ‘যদি সবকিছু ঠিক থাকে, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেল বাজিয়ে ঘণ্টা বাজিয়ে ম্যাচটি শুরু করবেন।’

দ্বিতীয় টেস্টটি গাঙ্গুলির নিজ শহর কলকাতায় হওয়ায়, ম্যাচটি স্মরণীয় করে রাখার অনেক পরিকল্পনা রয়েছে বিসিসিআই’র প্রেসিডেন্টের। ২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম টেস্টে লংগার ভার্সনে ভারতের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল গাঙ্গুলির। সেই স্মৃতি ভুলেননি তিনি।

এছাড়া তার অধীনে অনেক সাফল্যের স্বাদ পেয়েছে ভারত। বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে খেলা ক্রিকেটারদের আসন্ন কলকাতা ম্যাচে আমন্ত্রণ জানানোর কথা বলেন গাঙ্গুলি। বলেন, ‘বাংলাদেশের বোর্ডের সাথে কথা বলব। বাংলাদেশের প্রথম টেস্টে অংশ নেওয়া ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবির। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাব। অনুরোধ করব, সেই দলের সদস্যদের যেন টেস্টের প্রথম দিন আসার অনুমতি দেওয়া হয়। এমনকি ভারতীয় দলের খেলোয়াড়দেরও আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিনের খেলা শেষে দু’দলের সদস্যদের সংবর্ধিত করা হবে।’

এছাড়াও ইডেনের সমর্থকেরা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দেখতে পাবেন মাত্র পঞ্চাশ টাকার টিকিটে। ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচে বেশি সংখ্যক দর্শক আসার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

এদিকে সাকিব-তামিমদের ধর্মঘটে ‘শঙ্কায়’ পড়েছে বাংলাদেশের ভারত সফর। যদিও বিসিবির সভাপতি ভারত সফরে কোন সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন। তবে ক্রিকেটারদের এ ধর্মঘটের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তা তদন্ত করার বিষয়েও জানিয়েছেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-ভারত টেস্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ

বাংলাদেশ-ভারত টেস্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ‌‘বিশ্রামে’ কোহলি

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ‌‘বিশ্রামে’ কোহলি

ধর্মঘটে ‌ষড়যন্ত্র দেখছে বিসিবি, সিদ্ধান্ত পরে : পাপন

ধর্মঘটে ‌ষড়যন্ত্র দেখছে বিসিবি, সিদ্ধান্ত পরে : পাপন

যে ১১ দাবিতে ধর্মঘটে বাংলাদেশ ক্রিকেটাররা

যে ১১ দাবিতে ধর্মঘটে বাংলাদেশ ক্রিকেটাররা