বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হবে মাহমুদুল্লাহ রিয়াদের। সাকিব আল হাসানের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার থেকে শুরু হওয়া টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদুল্লাহর।
মাহমুদুল্লাহর আগে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
এর মধ্যে সবচেয়ে বেশি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর। ৩৪ টেস্টে ৭ জয়, ১৮ হার ও ৯টি ম্যাচ ড্র হয় মুশফিকুরের নেতৃত্বে। এরপর ১৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। অবশ্য তার নেতৃত্বে মাত্র ১টি জয় পায় টাইগাররা। পাশাপাশি ১৩টি হার ও ৪টি ম্যাচ ড্র ছিল।
ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ফিল্ডিংয়ে ব্যাথা পেয়ে মাঠ ছাড়ছেন সাকিব আল হাসান
তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ ১৩টি ও ১২টি করে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে যথাক্রমে মোহাম্মদ আশরাফুল ও খালেদ মাসুদ। নেতৃত্ব থাকাকালীন দু’জনের কেউই বাংলাদেশকে জয়ের স্বাদ দিতে পারেননি। আশরাফুল ও মাসুদের নেতৃত্বে সমান ১২টি করে ম্যাচ হারে বাংলাদেশ। অ্যাশের নেতৃত্বে ১টি ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ।