আগারওয়ালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৯
আগারওয়ালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

ছবি : বিসিসিআই

প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাকালেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন ওপেনার রোহিত শর্মা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

রোহিত ব্যর্থ হলেও আগারওয়ালের ১০৮ রানের সাথে চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৭৩ রান করেছে ভারত। পূজারা ৫৮ ও কোহলি অপরাজিত ৬৩ রান করেন।

সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার (১০ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন ওপেনার রোহিত শর্মা। সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেও এবার মাত্র ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার শিকার হন রোহিত।

দলীয় ২৫ রানে রোহিতের বিদায়ের পর ক্রিজে আগারওয়ালের সঙ্গী হন পূজারা। দ্রুত উইকেটের সাথে মানিয়ে দলের স্কোরকে শক্তপোক্ত করতে থাকেন তারা। তাদের ব্যাটিং দৃঢ়তায় দলের স্কোর শতরান পেরিয়ে দেড়শ’ও স্পর্শ করে। ততক্ষণে হাফ- সেঞ্চুরির স্বাদ নেন আগাওয়াল ও পূজারা। আগারওয়াল তৃতীয় ও পূজারা ২২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন।

হাফ-সেঞ্চুরির পর থেমে যান পূজারা। ৯টি চার ও ১টি ছক্কায় ১১২ বলে ৫৮ রান তুলে রাবাদার দ্বিতীয় শিকার হন পূজারা। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন আগাওয়াল ও পূজারা।

পূজারার বিদায়ের ৫২তম ওভারে ক্রিজে আসেন অধিনায়ক কোহলি। জুটি বাঁধেন আগাওয়ালের সাথে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। ৫৬তম ওভারের শেষ দুই বলে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজকে ছক্কা মেরে ৯৯ রানে পৌঁছে যান আগারওয়াল। আর পরের ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিলান্ডারকে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন আগারওয়াল। ১৮৩তম বলে তিন অংকে পা দেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২১৫ রান করা আগারওয়াল।

সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি আগারওয়াল। ১০৮ রানে আউট হন তিনি। ১৯৫ বল মোকাবেলা করে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন আগারওয়াল। ভারতের পতন হওয়া তৃতীয় উইকেটটিও নিয়েছেন রাবাদা।

দলীয় ১৯৮ রানে আগারওয়ালের আউটের পর দিনের বাকি সময়ে আর কোন উইকেটের পতন হতে দেননি অধিনায়ক কোহলি ও আজিঙ্কা রাহানে। অবিচ্ছিন্ন ৭৫ রান তুলে দিন শেষ করেন তারা।

টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ১০টি চার মারেন কোহলি। ৩টি চারে ৭০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন রাহানে। দক্ষিণ আফ্রিকার রাবাদা ৪৮ রানে ৩ উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের লক্ষ্য সিরিজ, দক্ষিণ আফ্রিকার টিকে থাকা

ভারতের লক্ষ্য সিরিজ, দক্ষিণ আফ্রিকার টিকে থাকা

এনসিএলের প্রথম দিনেই বৃষ্টির বাগড়া

এনসিএলের প্রথম দিনেই বৃষ্টির বাগড়া

আগ্রাসী ব্যাটিংয়ের মূলমন্ত্র জানালেন রোহিত শর্মা

আগ্রাসী ব্যাটিংয়ের মূলমন্ত্র জানালেন রোহিত শর্মা

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করলো ভারত

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করলো ভারত