আগ্রাসী ব্যাটিংয়ের মূলমন্ত্র জানালেন রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৭ অক্টোবর ২০১৯
আগ্রাসী ব্যাটিংয়ের মূলমন্ত্র জানালেন রোহিত শর্মা

ছবি : এপি

রোহিত শর্মার দুই ইনিংসে সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয়লাভ করেছে ভারত। এ জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় ভারতীয় ওপেনার রোহিত শর্মা তার এমন আগ্রাসী ব্যাটিংয়ের মূলমন্ত্র জানিয়েছেন। তিনি বলেন, ‘মূলত পরিস্থিতি বিবেচনা করে খেলতে হবে। সতর্কতার সাথে আগ্রাসী ব্যাটিংয়ই আমার মূলমন্ত্র।’

প্রোটিয়াদের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ৩২ বছর বয়সী রোহিত শর্মা প্রথম ইনিংসে সেঞ্চুরিসহ ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে দ্রুত ব্যাট চালিয়ে সংগ্রহ করেন ১২৭ রান। ম্যাচে ২০৩ রানে জয়লাভ করে ভারত।

ম্যাচ সেরার পুরস্কার গ্রহণের পর মুম্বাইয়ের এই স্টাইলিশ ব্যাটসম্যান বলেন, ‘এখানে আমার কাজ হচ্ছে নির্দিষ্ট নিয়মে খেলে যাওয়া। এটিই হচ্ছে আমার কাছে দলীয় প্রত্যাশা। আর আমিও চেষ্টা করি সেটি পূরণের।’

সীমিত ওভারে ভারতীয় দলের এ সহ-অধিনায়ক বলেন, ‘কয়েক বছর আগেই আমি বলেছিলাম যে, কোন এক সময় আমি ওপেনিং করতে নামব। দল আমার কাছ থেকে তেমনটাই প্রত্যাশা করেছিল। এমনকি নেটের অনুশীলনেও আমি নতুন বল ব্যবহার করতাম। তাই আমি এটিকে বিস্ময়কর বলব না। ওপেনিংয়ে ব্যাট করা আমার জন্য দারুণ একটি সুযোগ। এ সুযোগ দেয়ার জন্য এবং আগে যেটি করিনি সেটির জন্য আমাকে বিবেচনা করার জন্যও আমি ধন্যবাদ জানাচ্ছি।’

সতর্কতার সঙ্গে আগ্রাসী ব্যাটিং করাটা নিজের সফলতার মূলমন্ত্র বলে মনে করেন রোহিত শর্মা। এ ম্যাচে ১৩টি ছক্কা হাঁকিয়ে বিশ্ব রেকর্ডও গড়ে নিয়েছেন তিনি। ম্যাচের জন্য সচেতনতাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘লাল, নাকি সাদা, আপনি কোন বলে খেলছেন সেটি সেটি বিষয় নয়। শুরুতে আপনাকে সাবধান থাকতে হবে। মূল খেলার প্রতি মনোযোগ দিতে হবে। বাইরের বল ছেড়ে দিতে হবে, কাছের বলগুলোকে খেলতে হবে। মূলত পরিস্থিতি বিবেচনা করে খেলতে হবে। সতর্কতার সাথে আগ্রাসী ব্যাটিংয়ই আমার মূলমন্ত্র।’

শর্মার দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিটি এসেছে ১৪৯ বলে। যেখানে ১০টি বাউন্ডারি ও সাতটি ৬টি বাউন্ডারি ছিল। রোহিত শর্মা বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমি চেষ্টা করেছি কিছু শট খেলতে। কিছু কিছু ব্যাটে এসেছে আবার কিছু বল ব্যাটে আসেনি। এ সময় বোলাররাও কিছুটা বুদ্ধিমত্তা দিয়ে বল করেছে। তবে আমি নিজেকে বুঝিয়েছি। মনে হয় ভাগ্য আমাকে সাহসী করেছে।’

ওই ইনিংসে নতুন একটি রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। প্রথমবারের মত টেস্টের ওপেনার হিসেবে তিনি দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেই সঙ্গে হাঁকিয়েছেন ১৩টি ছক্কাও। এ রেকর্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘মজা করা এবং দলকে ভালো একটি অবস্থানে পৌঁছে দেওয়ার দিকে মনোযোগী ছিলাম। আমার চেষ্টা ছিল সেরাটা খেলার প্রতি। আমার মনোযোগ ছিল এ টেস্টে দলকে জয়ী করা। সবকিছুই যেন সঠিকভাবেই হয়েছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে রোহিতের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটে রোহিতের বিশ্বরেকর্ড

টি-২০ ইতিহাসে যত হ্যাটট্রিক

টি-২০ ইতিহাসে যত হ্যাটট্রিক

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করলো ভারত

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করলো ভারত

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস