স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণির পর অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চারদিনের টেস্টের প্রথম ইনিংসে ৬২ রানের লিড পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে তৃতীয় দিন শেষে ৬৪ রানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৬৮ রানের জবাবে ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬২ রানের লিড পায় বাংলাদেশ। তবে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১২৬ রান করেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে রয়েছেন লঙ্কানরা।
মুমিনুলের ১১৭ ও সাদমান ইসলামের ৭৭ রানে সুবাদে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৮৩ রান করেছিল বাংলাদেশ ‘এ’। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৫ রানে এগিয়ে ছিল তারা। দিন শেষে উইকেটরক্ষক নুরুল হাসান ৩৫ ও মিরাজ ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন সকালে আর মাত্র ১ রান যোগ করে সাজঘরে ফিরেন নুরুল। তবে নিজের ইনিংসটা বড় করার চেষ্টা করেন মিরাজ। সেই সাথে দলের লিডটাও। কিন্তু টেল-এন্ডারদের ব্যর্থতায় ৩৩০ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
মিরাজ অপরাজিত থেকে যান ৩৮ রানে। তার ৬১ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিল। শ্রীলঙ্কার ডান-হাতি পেসার মোহাম্মদ সিরাজ ৬৩ রানে ৫ উইকেট নেন।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। বাংলাদেশ বোলারদের দুর্দান্তভাবে মোকাবেলা করে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন স্বাগতিকদের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও সঙ্গীত কুরাই। নিশাঙ্কা ১০টি চারে ১২৫ বলে ৭৫ ও কুরাই ১০৩ বলে ৭টি চারে ৫০ রান করেন।