ত্রিদেশীয় সিরিজের পর দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন বন্দর নগরী চট্টগ্রামে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দল দুটি বন্দরনগরীতে পৌঁছে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দু’দলের খেলোয়াড়দের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগং বে ভিউতে নিয়ে যাওয়া হয়।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩১ জানুয়ারি (বুধবার) থেকে শুরু হচ্ছে এ টেস্ট ম্যাচ। আজ সোমবার দু’দলেরই অনুশীলন করার কথা রয়েছে।সকালে অনুশীলন করবে শ্রীলঙ্কা আর বিকেলে বাংলাদেশ।
সর্বশেষ গত বছরের ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে টাইগাররা। এ মাঠে এ পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ দল। এর মধ্যে ১০টিতে হারলেও একটি জয়ের পাশাপাশি পাঁচটি দলের বিপক্ষে ড্র করেছে স্বাগতিকরা। এ ভেন্যুতে টেস্টে একমাত্র জয়টি আসে জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৪ সালে।
বিসিবির চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান, মাঠের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। কিছুদিন আগে এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়েছে। তার আগে হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট। তাই মাঠ অনেকটা প্রস্তুতই ছিল।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলেও ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ। অনেক প্রত্যাশিত থাকা সত্ত্বে শেষ পর্যন্ত আর শিরোপার মুকুট পড়া হয়নি বাংলাদেশের।