চার বছর পর টেস্টে ফিরলেন রাজ্জাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৮
চার বছর পর টেস্টে ফিরলেন রাজ্জাক

চার বছর পর টেস্ট দলে ফিরলেন আবদুর রাজ্জাক। বাদ পড়ার পর থেকে ঘরোয়া ক্রিকেটে টানা ভালো করে যাচ্ছিলেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।

সাকিবের ইনজুরির পর তার বদলে সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ। এর একদিন বাদেই আবার রাজ্জাককে অন্তর্ভূক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ৫০০ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে কীর্তি গড়েছিলেন তিনি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি এই স্পিনার।

এবারও হয়তো শ্রীলঙ্কার বিপক্ষেই তার প্রত্যাবর্তন হচ্ছে। রাজ্জাকের অন্তর্ভুক্তির ব্যাপারে বিসিবি কিছুই জানায়নি।

রাজ্জাক বলেছেন, ‘আমাকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। আমি দলের সঙ্গে আজকের ফ্লাইটেই রওয়ানা দেবো।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও পারলো না বাংলাদেশ

আবারও পারলো না বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না সাকিব

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

আইপিএলে দল পাননি গেইল

আইপিএলে দল পাননি গেইল