দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী ডান-হাতি ব্যাটসম্যান সুবমান গিল।
দলে নতুন মুখ ডাক পাওয়ার বিপরীতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন ওপেনার লোকেশ রাহুল। ফলে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে ওপেনার হিসেবে গিলের সঙ্গে দেখা যাবে ওয়ানডের বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মাকে। ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এমন ঘোষণাও দিয়ে রেখেছেন।
তিনি বলেন, আমরা আসন্ন সিরিজে রোহিতকে দিয়ে ইনিংসের শুরু করব। আমরা তাকে (রোহিত শর্মা) ওপেনার হিসেবে সুযোগ দিতে চাই। ২০১৩ সাল থেকে ওয়ানডে ও টি-২০তে ওপেনার হিসেবে খেলছে। ব্যাট হাতে পারফরমেন্স করেই চলেছে। আমরা আশাবাদী টেস্টেও ওপেনার হিসেবে সুযোগ পেলে ব্যাট হাতে চমক দেখাবেন রোহিত।
গিলকে দলে নেয়ার ব্যাপারে প্রসাদ বলেন, সে (সুবমান গিল) উদীয়মান ব্যাটসম্যান। সম্প্রতি সে খুবই ভালো করছে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেছে। এখন তার বড় মঞ্চে নিজেকে প্রমাণের পালা। ওপেনার ও মিডল-অর্ডারে খেলার সামর্থ্য রয়েছে গিলের। তাই দু’জায়গাতেই আমরা ব্যাক-আপ হিসেবে তাকে দলে নিয়েছি।
১৪টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২ দশমিক ১৫ গড়ে ১৪৪৩ রান রয়েছে গিলের।
সোমবার (১৫ সেপ্টেম্বর) তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে দল দুটি। এরপর ২ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত-দক্ষিণ আফ্রিকা।
ভারতের টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, সুবমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পান্থ, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।