মার্শের বোলিং তোপে ২৯৪ রানেই অলআউট ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯
মার্শের বোলিং তোপে ২৯৪ রানেই অলআউট ইংল্যান্ড

ছবি : গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার মিচেল মার্শের বোলিং তোপে ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৯৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

মার্শ ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন। ৩২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এ প্রথম পাঁচ উইকেট নিলেন মার্শ।
প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। জশ বাটলার ৬৪ ও জ্যাক লিচ ১০ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন বাটলার আর মাত্র ৬ রান যোগ করেন। ব্যক্তিগত ৭০ রানে আউট হন। লিচ থামেন ২১ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে লিচ আউট হলে ৮৭ দশমিক ১ ওভারে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

ইংল্যান্ডের পক্ষে বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক জো রুট। এছাড়া ররি বার্নস ৪৭, উইকেটরক্ষক জনি বেয়ারস্টো ২২ ও বেন স্টোকস ২০ রান করেন।

অস্ট্রেলিয়ার মার্শের পাশাপাশি প্যাট কামিন্স ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের

ইংল্যান্ডের দৃষ্টি স্মিথ, অস্ট্রেলিয়ার চাই সিরিজ

ইংল্যান্ডের দৃষ্টি স্মিথ, অস্ট্রেলিয়ার চাই সিরিজ

সিরিজ বাঁচানোর টেস্টেও ইংল্যান্ডের অপরিবর্তিত দল

সিরিজ বাঁচানোর টেস্টেও ইংল্যান্ডের অপরিবর্তিত দল

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড