ত্রিদেশীয় সিরিজে ফাইনাল ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও অধিনায়কত্ব করতে পারবেন না সাকিব। কারণ তাকে প্রথম টেস্টেও মাঠের বাইরে থাকতে হবে।
বাঁ-হাতের আঙুলের ইনজুরি ধরা পড়েছে সাকিব আল হাসানের। ফলে এক সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর বুঝা যাবে সাকিবের ইনজুরির পরবর্তী অবস্থা। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে সাকিব খেলবেন না এটি পুরোপুরি নিশ্চিত। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর বরাত দিয়ে বিসিবি জানায়, ‘এক্সেতে কোন চিড় ধরা পড়েনি। তবে সাকিবের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের গোঁড়া মচকে গেছে। একজন কসমেটিক সার্জন তার চোটের বিষয়টি সার্বিক মূল্যায়নের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।’
‘পরবর্তী মূল্যায়নের আগে চোট পাওয়া আঙুল দিয়ে অন্তত এক সপ্তাহ কোন কিছুই করতে পারবেন না সাকিব। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব।’
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারের প্রথম ডেলিভারিতে এক্সট্রা কভারে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতে আঙুলে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন সাকিব। ম্যাচে বল হাতে মাত্র ৫ ওভার বোলিং করে ২০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব। পরবর্তীতে আর ব্যাটিং করতে পারেননি তিনি। আর এমন ম্যাচে বাংলাদেশ ৭৯ রানে হারে।