মাথা উঁচু করেই টেস্ট থেকে অবসর নিলেন নবী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৯
মাথা উঁচু করেই টেস্ট থেকে অবসর নিলেন নবী

বাংলাদেশের বিপক্ষে হয়তো নিজের টেস্ট পারফর্মেন্স মনোমুগ্ধকর ছিল না, কিন্তু নিজ দল আফগানিস্তানকে জয় উপহার দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন মোহাম্মদ নবী।

সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে শেষ হওয়া একমাত্র টেস্টে স্বাগতিক বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টেস্ট পরিবারের নতুন সদস্য আফগানিস্তান।

ম্যাচের দুই ইনিংসে ব্যাট হাতে যথাক্রমে শূন্য ও ৮ রান করেছিলেন আফগানের এ অল রাউন্ডার। তবে বল হাতে প্রথম ইনিংসে ৫৬ রান দিয়ে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান দিয়ে এক উইকেট সংগ্রহ করেছেন মোহাম্মদ নবী

টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের হয়ে এ পর্যন্ত তিনটি টেস্টের সব কটিতেই অংশগ্রহণ করেছেন মোহাম্মদ নবী। তবে লংগার ভার্সনের এ ক্রিকেটে বলার মত কিছুই করতে পারেননি তিনি। তিনটি টেস্ট থেকে তার সংগ্রহ মাত্র ৩৩ রান ও ৮ উইকেট।

এদিকে নতুন সদস্যপদ পেয়েই আফগানিস্তান তাদের প্রথম তিন টেস্টের দুটিতে জয়লাভ করায় দারুণ খুশি নবী। যা টেস্ট ক্রিকেটার হিসেবে তাকে গর্বিত করেছে। ৩৪ বছর বয়সী আফগানিস্তান দলের সাবেক এ অধিনায়ক তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যই টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়েছেন।

ম্যাচ শেষে নবী বলেন, ‘আমি আফগানিস্তানের হয়ে টেস্ট খেলার স্বপ্ন দেখতাম। কম সময়ের মধ্যেই এ জন্য আমরা প্রচুর পরিশ্রম করেছি। ১৩ বা ১৪ বছর নয়, মাত্র সাত থেকে আট বছরের মধ্যেই আমরা এটি অর্জন করেছি।’

তিনি বলেন, ‘আমাদেরকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। সম্মিলিত দলীয় কম্বিনেশন নিয়ে মানসিকভাবে প্রস্তুত হতে হয়েছে। তিন বার ইন্টার কন্টিনেন্টাল কাপে খেলতে হয়েছে, যার দুটিতেই আমরা শিরোপা জয় করেছি। আর একবার রানার আপ হয়েছি। এটি ছিল সত্যিকার অর্থেই ভালো ফলাফল। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমাদেরকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে। আফগানিস্তানের এ প্রজন্মের অংশ হতে পেরে আমি সত্যি গর্বিত।’

নবী আরও বলেন, ‘আমার পরিকল্পনা হচ্ছে আগামীর জন্য তরুণদের প্রস্তুত করা। কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। এ কারণেই আমি টেস্ট ছেড়ে দিচ্ছি এবং ওয়েনাডে ও টি-২০ ক্রিকেটের দিকে মনোযোগ দিচ্ছি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ