চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা বৃষ্টিতেই ভেসে গেছে দিনের প্রথম সেশন। তবে বৃষ্টি শেষে দ্বিতীয় সেশনে শুরু হয়েছে দিনের খেলা। চতুর্থ দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ২৬২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।
বন্দর নগরী চট্টগ্রামে সারারাত ধরেই বৃষ্টি হয়েছে। ভোরে কিছু সময়ের জন্য বন্ধ হলেও সকালে ৮টার থেকে আকাশ আবারও বৃষ্টি শুরু হয় বৃষ্টি।
মুষলধারের এ টানা বৃষ্টি থামে বেলা ১১টা ২০ মিনিটের দিকে। শুরু হয় মাঠ শুকানোর কাজ। প্রায় ৪০ মিনিট চেষ্টার পরেও তা শেষ করা যায়নি। উল্টো দুপুর ১২টার দিকে লাঞ্চ ব্রেকের ঘোষণা আসতেই আবারও শুরু হয় ঝুম বৃষ্টি!
মিনিট দশেক পর বৃষ্টি থামলে আবারও শুরু হয় পানি শুকানোর কাজ। পিচের কভার সরানোর সময় আবারও শুরু হয় বৃষ্টি। পরে জানানো হয় লাঞ্চের পর শুরু হবে খেলা।
মেঘ-বৃষ্টি-রোদ্দুর খেলা শেষে অবশেষে দুপুর ১টায় মাঠে গড়ায় বাংলাদেশ আফগানিস্তানের একমাত্র টেস্টে পঞ্চম ও শেষ দিনের খেলা। ব্যাট হাতে মাঠে নামেন চতুর্থ দিন শেষে ৩৯ রানের অপরাজিত থাকা সাকিব আল হাসান ও শূন্য রান নিয়ে থাকা সৌম্য সরকার।
এ সিরিজ জিততে হলে আজ (সোমবার) হাতে থাকা ৪ উইকেট নিয়েই ২৬২ রান করতে হবে বাংলাদেশকে। অন্যথায় টাইগারদের বিপক্ষে এ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ নেবে আফগানিস্তান।