দ্বিতীয় ইনিংসে ২৬০ রানের থামলো সফরকারী আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসের ১৩৭ রানের লিডসহ বাংলাদেশের সামনে ৩৯৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করলো রশিদ খানরা।
বোরবার (৮ সেপ্টম্বর) চতুর্থ দিনের বাকি দুই ব্যাটম্যান ২৩ রান যোগ করে। ফলে দ্বিতীয় ইনিংসে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ২৬০ রান। এর আগে তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান।
আলো স্বল্পতার কারণে তৃতীয় দিন ২০ মিনিট আগেই খেলা শেষ করা হয়। সেই অনুযায়ী চতুর্থ দিন (রোববার) ২০ মিনিট আগে খেলা শুরু করার কথা ছিল। তবে তাও তো হয়নি, বরং নির্ধারিত সময়ের আরও পৌনে দুই ঘণ্টা পরে শুরু করতে হয়েছে।
বন্দর নগরী চট্টগ্রামে রোববার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে (সকাল ১০টা) শুরু হতে পারেনি। পরে বেলা ১১টা ৫০ মিনিটের খেলা শুরু করা হয়।
এর আগে আফগানিস্তানের করা প্রথম ইনিংসের ৩৪২ রানের জবাবে ২০৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৩৭ রানে পিছিয়ে থাকে সাকিবের দল।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস
আফগানিস্তান : ৩৪২
বাংলাদেশ : ২০৫
দ্বিতীয় ইনিংস
আফগানিস্তান : ৯০.১ ওভারে ২৬০