এখনো আশায় রয়েছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯
এখনো আশায় রয়েছে বাংলাদেশ

ছবি : বিসিবি

স্বাগতিক বাংলাদেশ ২০৫ রানেই অলআউট হওয়ার প্রথম ইনিংস থেকে ১৩৭ রানের লিড, তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান। সব মিলিয়ে দুই উইকেট হাতে রেখে ৩৭৪ রানে এগিয়ে রয়েছে সফরকারী আফগানিস্তান। তবে এখনো আশায় রয়েছে বাংলাদেশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়ার কারণে দিনের খেলা ২০ মিনিট আগেই শেষ করা হয়। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হন মেহেদী হাসান মিরাজ। সেখানেই তিনি এ আশার বাণী শোনান।

মিরাজ বলেন, হাতে এখনও দুটো দিন আছে। আমরা চেষ্টা করে দেখতে পারি। প্রথমত, ওদের বাকি দুই উইকেট দ্রুত তুলে নিতে হবে। এরপর আমাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ঠিকঠাক দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ক্রিকেটে সবই সম্ভব। জেতা ম্যাচও হেরে যাতে পারে আবার হেরে যাওয়া ম্যাচও জেতা সম্ভব। এমন ঘটনা অনেক আছে।

প্রথম ইনিংসে যে দল ২০৫ রানেই গুটিয়ে গেছে, সেই দল দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য কিছু করে ফেলবে এমনটা ভাবা কঠিন। বাস্তবতা স্বীকার করলেও মিরাজ দেখছেন আশার আলো।

সংবাদ সম্মেলনে বলেন, এত বিশাল রান তাড়া করা অনেক কঠিন কাজ। তারপরও চেষ্টা করতে তো বাধা নেই। দু’দিন হাতে আছে। চেষ্টা করতে চাই। এরপর হেরে যাই কিংবা জিতে যাই, সেটা পরের ব্যাপার। আমাদের এখন উপায় একটাই, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া।

একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে যে পরিস্থিতি তাতে বলা যায় পুরোটাই আফগানিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে ম্যাচ। ৩৭৪ রানের এগিয়ে থেকে চতুর্থ দিন ২ উইকেট নিয়ে খেলবে তারা। সেখানে যত রািই করুক না কেন বাংলাদেশের জন্য এ ম্যাচ জয় করা কঠিন কাজ। অর্থাৎ অলৌখিক কিছু না ঘটলে দু’দিন আগে আফগানিস্তান জয় দেখছে -এমনটা বলাই যায়। তারপর ক্রিকেট খেলা, শেষ পর্যন্ত অপেক্ষা চূড়ান্ত ফলের জন্য।



শেয়ার করুন :


আরও পড়ুন

তৃতীয় দিন শেষে আফগানিস্তানের লিড ৩৭৪

তৃতীয় দিন শেষে আফগানিস্তানের লিড ৩৭৪

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ