উইকেটকে দোষারোপ করলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯
উইকেটকে দোষারোপ করলেন সাকিব

ফাইল ছবি

সফররত আফগানিস্তানের বিপক্ষে নিজের ব্যাটিং ব্যর্থতায় ফলোঅনে পড়ার শঙ্কা থেকে বেঁচে গেলেও ম্যাচের ফলাফল নিয়ে শঙ্কা রয়েছে। তবে এমন ব্যাটিংয়ের জন্য উইকেটকেই দায়ী করছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

উইকেটের বিষয়ে নিজের হতাশা প্রকাশ করে সাকিব আল হাসান বলছেন আফগানিস্তানের বিপক্ষে চলমান একমাত্র টেস্টে যে ধরনের উইকেট চেয়েছিলেন তেমনটা পাননি।

ম্যাচে এ মুহূর্তে চালকের আসনে রয়েছে সফরকারী আফগানিস্তান। প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ৩৪২ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১৯৪ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ দল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে টাইগার স্পিনাররা সুবিধা করতে পারেনি এবং সেখান থেকেই সফরকারীরা মোমেন্টাম ধরে রেখেছে মনে করা হচ্ছে।

দলকে ভালো অবস্থায় নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ব্যাট হাতে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরির পর বল হাতে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেছেন রশিদ।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, যে ধরনের উইকেট আমরা চেয়েছিলাম তেমনটা না পেয়ে নিশ্চিতভাবেই হতাশ। কেমন একাদশ নিয়ে আমরা মাঠে নামতে চেয়েছি-সেটাও আপনারা জানেন।

তিনি বলেন, আমাদের দলে আছে ফিঙ্গার স্পিনার, তাদের আছে রিস্ট স্পিনার। এটাই একমাত্র পার্থক্য। এছাড়া আমি অন্য কোন পার্থক্য দেখছি না। মোহাম্মদ নবী বল করেছেন এবং ২ উইকেট নিয়েছেন। তবে আমাদের ফিঙ্গার স্পিনাররা পুরো ১০ উইকেটই নিয়েছেন।

সাকিব আরও বলেন, তাদের রিস্ট স্পিনাররা অনেক বেশি কার্যকর ছিল। আমাদের রিস্ট স্পিনার নেই এবং পিচ ছিল ন্যাড়া। যেহেতু আমাদের রিস্ট স্পিনার নেই তাই এ ধরনের ন্যাড়া পিচ আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। যেহেতু আমরা এমন ধরনের উইকেট প্রত্যাশা করিনি তাই পরিস্থিতি আমাদের জন্য কঠেন হয়ে গেছে।

উইকেট বিষয়ে সরাসরি নিজের মত তুলে ধরেন সাকিব। বলেন, আমরা সবাই বিস্মিত। কেননা আমরা এমন ধরনের কিছু চাইনি, এটা আমাদের চাওয়ার সম্পূর্ণ বিপরীত। তবে তার মানে এই নয় যে, আমরা ভালো কিছু করতে পারব না। কখনো কখনো প্রত্যাশা মাফিক সব কিছু নাও হতে পারে। তবে ভালো একটা দল এখান থেকেই প্রমাণ করে। ভাবনার বাইরের প্রশ্নের উত্তর দিতে পারে। আমাদের চেষ্টা থাকবে সে প্রশ্নের জবাব যেন দিতে পারি। তবে হ্যাঁ এ পিচ আমাদের প্রত্যাশার বাইরে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় দিন শেষে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ

দ্বিতীয় দিন শেষে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ

তাইজুলের ঘূর্ণিতে রেকর্ড বঞ্চিত আসগর

তাইজুলের ঘূর্ণিতে রেকর্ড বঞ্চিত আসগর