বাংলাদেশের মাটিতে ক্রিকেট মাঠে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠলো। নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে মাঠের দর্শক ঢুকে এবার জড়িয়ে ধরলেন সাকিব আল হাসানকে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে ঘটে এ ঘটনা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখন চলছিল আফগানিস্তান ইনিংসের ১০৭তম ওভার। তাইজুল-মিরাজের বোলিং শেষে দ্বিতীয় দিনে নিজের প্রথম ওভার করতে আছেন সাকিব। তার ওভারের চতুর্থ ডেলিভারির আগে ঘটে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা।
মাঠের গ্যালারি ডিঙিয়ে দৌড়ে সাকিবের কাছে গিয়ে স্যালুট দিয়ে হাঁটুগেড়ে ফুল বাড়িয়ে ধরেন ওই দর্শক। সাকিব তা গ্রহণ করেন। পরে জড়িয়ে চাইলে সাকিব কৌশলে তা এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বার বার অনুরোধ করায় ফুল হাতে জড়িয়ে ধরেন সাকিব।
এর মধ্যে নিরাপত্তা কর্মী আসতে বেশ খানিক দেরিই লক্ষ্য করা যায়। যার কারণে ওই দর্শককে থামাতে জড়িয়ে ধরেন সাকিব। এর একটু পর একজন নিরাপত্তাকর্মী ছুটে আসেন। এরপর আরও ২-৩ জন নিরাপত্তাকর্মী এলে ওই দর্শককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এর আগে ২০১৬ সালে এই আফগানিস্তানের বিপক্ষেই ওয়ানডে ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক দর্শক ডুকে পড়েন। ছুটে যান মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরতে। মাশরাফি জড়িয়ে ধরে দর্শকের আশা পূরণ করলেও নিরাপত্তা কর্মীরা মাঠের বাইরে নিয়ে যায়।
ওই ঘটনায় তখন হইচই পড়ে গিয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও তৈরি হয়েছিল সে সময়।
মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সিলেটেও। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরতে দুই দিন মাঠে দর্শক ঢুকে যায়।