বাংলাদেশ একাদশে কোন পেসার না থাকলেও আফগানিস্তান একাদশে একজন পেসার ঠিকই রাখা হয়েছে। আর সেই আফগান পেসারেই লজ্জায় পরলো বাংলাদেশ। ইয়ামিন আহমদজাইয়ের বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। এ সময় বাংলাদেশের রানের ঘরও ছিল শূন্য।
চট্টগামে চলমান টেস্টে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টস জেতে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৩৪২ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশে সফররত আফগানিস্তান। ব্যাট হাতে আসগর আফগান সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হলেও দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি হাকিয়েছেন রহমত শাহ।
দ্বিতীয় দিন ৭১ রানের আফগানিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে ব্যাট করতে নেমেই লজ্জায় পড়লো বাংলাদেশ। ৩৪২ রানের জবাব দিতে নেমে শুরুতেই আউট হয়ে গেছেন ওপেনার সাদমান ইসলাম। ব্যাট হাতে ৪ বল মোকাবেলা করে শূন্য রানেই সাজঘরে ফেরেন তিনি।
এদিকে টস জিতে প্রথম দিন ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন আফগান ব্যাটসম্যানরা। বিশেষ করে রহমত শাহ। আফগানিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন তিনি। তার সেঞ্চুরি এবং ৮৮ রানে থাকা আসগর আফগানের ব্যাটে ভর করে প্রথম দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ২৭১ রান।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে দ্রুত বাকি ৫ উইকেট হারালেও ৩৪২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান।
বাংলোদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪১ ওভার বল করে তুলে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। এছাড়া মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ নিয়েছেন ১টি করে উইকেট।