চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে সফরত আফগানিস্তানকে ৩৪২ রানে অলআউট করেছে বাংলাদেশ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ৫ উইকেটে মাত্র ৭১ রানেই গুটিয়ে যান রশিদ খানরা। প্রথম দিন বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রহমত শাহর সেঞ্চুরি ও ৮৮ রানে অপরাজিত থাকা আসগর আফগানের ব্যাটে বড় করে ২৭১ রান (৯৬ ওভার) সংগ্রহ করে সফররত আফগানিস্তান।
৫ উইকেট হারিয়ে প্রথম দিনের ২৭১ রানের সংগ্রহ দ্বিতীয় দিন বড় সংগ্রহের ‘হুঁশিয়ারি’ই দিয়ে রেখেছিল আফগানরা। তবে তাইজুল-মিরাজদের বোলিংয়ে সামনে দাঁড়াতেই পারেননি রশিদ খানরা। দ্বিতীয় দিন মাত্র ৭১ রান যোগ করতেই হারিয়ে বসেন বাকি ৫ উইকেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দেশের প্রথম সেঞ্চুরির মালিক হন রহমত শাহ। রহমতের মত এ টেস্টে স্মরণীয় কীর্তি গড়েছেন আফগান অধিনায়ক রশিদ খানও। সবচেয়ে কম বয়সে টেস্টে অধিনায়কত্ব করার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
রহমত-রশিদের এমন স্মরণীয় কীর্তিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৯৬ ওভারে ৫ উইকেটে ২৭১ রান করে আফগানিস্তান। রহমত ১০২ রানে আউট হন। ৮৮ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক আসগর আফগান।
৮৮ রানের অপরাজিত থাকলেও দ্বিতীয় দিন সেঞ্চুরি তুলতে ব্যর্থ হয়েছে আসগর আফগান। ফলে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়া থেকেও বঞ্চিত হন তিনি। শেষ পর্যন্ত বাকি ৫ উইকেটে ৭১ যোগ করতে পারে আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে স্পিনার তাইজুল ইসলাম ৪টি, সাকিব আল হাসান ও নাইম হাসান ২টি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেছেন।