স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে একমাত্র টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়েছে আফগানিস্তান। প্রথম দিনে ৮৮ রানে অপনাজিত থাকা আসগর আফগানকে ৯২ রানে আউট করেছেন তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসের প্রথম দিনে ৮৮ রানে অপরাজিত ছিলেন আসগর আফগান। ধারণা ছিল দেশের হয়ে দ্বিতীয় টেস্ট সেঞ্চরিয়ান হতে যাচ্ছেন তিনি। তবে সেটি আর হলো না। স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে ব্যাট চালাতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচবন্দি হয়েছেন।
দ্বিতীয় দিন ব্যাট হাতে মাত্র ৪ রান যোগ করতে পেরেছিলেন আসগর। ফলে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি স্বপ্ন ভেঙে ৯২ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির করার রেকর্ড গড়েছেন ডান-হাতি আফগান ব্যাটসম্যান রহমত শাহ। তার সেঞ্চুরি এবং ৮৮ অপরাজিত থাকা আসগর আফগানের ব্যাটে ভর করে প্রথম দিন শেষে ২৭১ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান।
এ টেস্টে রহমত শাহ ছাড়া রেকর্ড গড়েছেন রশিদ খান। টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বয়সের অধিনায়ক হিসেবে তিনি এ রেকর্ড গড়েন।