ডান-হাতি ব্যাটসম্যান রহমত শাহর হাত ধরে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেন তিনি।
দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করতে পেরে গর্বিত রহমত। প্রথম দিনের খেলা শেষে রহমত বলেন, ‘আমার স্বপ্ন ছিল আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউটের পর হতাশ হয়েছিলাম। আজ (বৃহস্পতিবার) আমি সুযোগ পেয়েছি এবং তা কাজে লাগিয়েছি।’
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অভিষেক টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি ওয়ানডেতে চার সেঞ্চুরির মালিক রহমত। ১৪ ও ৪ রান করেন তিনি। তবে আফগানদের দ্বিতীয় টেস্টে ঠিকই কথা বলেছে রহমতের ব্যাট। চলতি বছরের মার্চে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান রহমত।
তবে শেষ পর্যন্ত ৯৮ রানে থেমে যান। ফলে ওই টেস্টে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরির স্বাদ নেওয়া হয়নি। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও রহমত আভাস দিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু সেটি গিয়ে থামে ৭৬ রানে।
নিজেদের তৃতীয় টেস্টে আফগানিস্তানকে সেঞ্চুরির স্বাদ এনে দিলেন রহমত। বাংলাদেশের বিপক্ষে এ সেঞ্চুরি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। কারণ টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের প্রথম সেঞ্চুরিয়ানের নাম রহমত।
শুধুমাত্র সেঞ্চুরিই নয়, দেশের প্রথম হাফ-সেঞ্চুরিয়ানও রহমত। নিজেকে গর্বিত মনে করছেন তিনি। বলেন, ‘এটি আমার জন্য অনেক গর্বের। আমিই দেশের প্রথম হাফ-সেঞ্চুরি করেছি, আর এখন দেশের জন্য প্রথম সেঞ্চুরিও করেছি আমি।’
বাংলাদেশের স্পিনারদের সামলে কিভাবে বড় ইনিংস খেললেন রহমত -সেই রহস্য নিজেই জানালেন। বলেন, ‘আমার পরিকল্পনা ছিল সামনের পায়ে খেলা। তারা (বাংলাদেশের বোলার) ভালো লাইন-লেন্থে বল করেছে। আমার জন্য ভালো ফিল্ডিং সেট করেছে। তাই আমার জন্য সহজ ছিল না রান করা। আমি সর্বাত্মক সামনের পায়ে খেলার চেষ্টা করেছি।’
বাংলাদেশ স্পিনারদের সামলে অবিস্মরনীয় সেঞ্চুরি তুলে নিলেও টাইগার স্পিনারদের প্রশংসা করেছেন রহমত। বলেন, ‘তাদের দুর্দান্ত স্পিন অ্যাটাক রয়েছে। বিশেষভাবে সাকিব তাদের সেরা স্পিনার। বিশ্বের এক নম্বর স্পিনার সে এবং টেস্টে তাইজুলের ভালো রেকর্ড রয়েছে। মিরাজও ভালো মানের স্পিনার।’
তবে বাংলাদেশের একাদশে পেসার না থাকায় অবাকও হয়েছেন রহমত। কোন পেসার থাকবে না এমনটা আশাই করেননি তিনি। রহমত বলেন, ‘আমরা প্রতিপক্ষের পেস বোলারদের নিয়ে পরিকল্পনা করেছি কিন্তু তারা স্পিনার দিয়ে অ্যাটাক করেছে আমাদের।’