সব কিছু স্বাভাবিক হতে জয় প্রয়োজন : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯
সব কিছু স্বাভাবিক হতে জয় প্রয়োজন : সাকিব

বিশ্বকাপের পর স্বাগতিক শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের রেশ সেখানেও ছিল। ফলে সিরিজ হারে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। এবার দেশের মাটিতে টেস্ট ম্যাচ শুরু করছে টাইগাররা। যদি এ টেস্ট ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়শীপের তালিকাভুক্ত নয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।চ্যাম্পিয়নশীপের মধ্যে না পড়লেও এ ম্যাচকে গুরুত্বসহকারেই দেখছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

সাকিব বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না। হাইপারফরম্যান্স দল, ‘এ’ দল- কোথাও আমরা খুব একটা ভালো করতে পারেনি। শুধু অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ডে ফাইনাল (ত্রিদেশীয় সিরিজে) খেলেছে। এ টেস্ট আমাদের কাছে তাই খুব গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে জিতলে অনেক কিছু আবার স্বাভাবিক হতে শুরু করবে।’

গত বছরের ডিসেম্বরের পর আর কোনো টেস্ট ম্যাচ খেলেননি সাকিব। ফলে বিশ্বসেরা অলরাউন্ডারের র‌্যাংকিং থেকে তিনে নেমে গেছেন। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার সাকিবকে হটিয়ে শীর্ষস্থান দখল করেন। আর ক’দিন আগে অ্যাশেজে দারুণ খেলে সাকিবকে তিনে নামিয়ে দ্বিতীয়স্থানে উঠেন ইংল্যান্ডের বেন স্টোকস।

এ বিষয়ে সাকিব বলেন, ‘দলের জয়ের পেছনে কতটা অবদান রাখতে পারি এ জিনিসই সবচেয়ে বেশি কাজ করে। সেটি যদি বেশি রাখতে পারি, স্বাভাবিকভাবেই র‌্যাঙ্কিং তার জায়গাটা আপনা-আপনি করে নেবে। এ কারণেই আমার র‌্যাঙ্কিং নিয়ে চিন্তা করতে হয় না।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে এ টেস্ট ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ না থাকলেও কিছু পরিবর্তন আনা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো