আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
আফগানিস্তানের বিপক্ষেই নাম ও নম্বর ব্যবহার করবে টাইগাররা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে খেলোয়াড়দের জার্সিতে নাম ও নম্বর ব্যবহৃত হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র ম্যাচটি বিশ্ব চ্যাম্পিয়নশীপের অংশ না হলেও এ টেস্টে নাম ও নম্বরসহ জার্সি পড়ে মাঠে নামবে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার এ টেস্ট ম্যাচ।

সাধারণত টেস্টে নাম এবং নম্বর ছাড়া পুরোপুরি সাদা রঙের জার্সি হয়ে থাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ার আগে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা অংশগ্রহণকারীদের জার্সিতে নাম ও নম্বর ব্যবহারের নতুন নিয়ম করেছে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলোদেশের এ টেস্ট ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ না। তবে আইসিসির নিয়মানুযায়ী খেলোয়াড়দের জার্সি প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, খেলোয়াড়রা ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে যে নম্বর ব্যবহার করে টেস্ট ক্রিকেটেও একই নম্বর ব্যবহার করবে।

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা ইতোমধ্যেই নাম ও নম্বরসহ জার্সি গায়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করেছে।
চলতি বছরের নভেম্বরে ভারত সফরে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করবে বাংলাদেশ। তার আগে আফগানিস্তানের বিপেক্ষ ম্যাচে ট্রায়াল হিসেবে জার্সিতে নাম ও নম্বর ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

বাংলাদেশকে সমীহ করলেও ভীত নয় আফগানিস্তান

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত