ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

ছবি : এএফপি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি বিশাল জয় নিশ্চিত করলো ভারত। সোমবার (২ সেপ্টেম্বর) জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে স্বাগতিক দলকে ২৫৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সফরকারী ভারত।

টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য স্বাগতিক দলের সামনে ৪৬৮ রানের প্রায় অসম্ভব এক টার্গেট ছুড়ে দেয় সফরকারী ভারত। ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থদিন লাঞ্চের পরপরই মাত্র ৫১ রানে শেষ ছয়টি উইকেট হারায় ক্যারিবীয়রা। ফলে সর্বমোট ২১০ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিক ইনিংস। এতে বিরাট কোহলির দলের কাছে ২ ম্যাচের সিরিজে প্রথমবারের মত নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

এর মাধ্যমে শতভাগ সফলতা নিয়ে ক্যারিবীয় সফর সম্পন্ন করলো ভারত। এর আগে ৩-০ ব্যবধানে টি-২০ এবং এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল সফরকারী দল।

পেসার মোহাম্মদ শামি ও স্পিনার ও রবীন্দ্র জাদেজা ফের তিনটি করে উইকেট দখল করেন। স্বাগতিক দলের হয়ে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সামরাহ ব্রুকস। আর ক্যারিবীয়দের শেষ উইকেট হিসেবে বিদায় নিয়ে সফরকারী দলের বিজয় উদযাপনকে তরান্বিত করেছেন অধিনায়ক জেসন হোল্ডার। ব্যক্তিগত ৩৯ রানে জাদেজার বলে বোল্ড হন তিনি।

খেলা শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘বড় ব্যবধানে আরও একটি জয়। আমরা ভালো ক্রিকেট খেলে এটা অর্জন করেছি। একটি দলের জন্য এ রকম জয় খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে সত্যিকারের সম্মিলিত প্রচেষ্টা।’

ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ গুরুত্বপূর্ণ তারকা ড্যারেন ব্রাভোরে মাঠ ত্যাগ করা। এদিন তিনি মাত্র ১৫ মিনিট ব্যাটিং করে ২৩ রান সংগ্রহ করেই আহত অবসরে চলে যান। খেলার নতুন নিয়ম অনুযায়ী তার পরিবর্তিত হিসেবে এর পরেই দলভুক্ত হন জার্মাইন ব্ল্যাকউড।

নতুন নিয়মের আলোকে প্রথম ‘কংকাসন সাব’ হিসেবে দলভুক্ত হবার ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। গত মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পেসার জোফরা আর্চারে বলে আঘাত পেয়ে স্টিভ স্মিথের পরিবর্তিত হিসেবে স্কোয়াডভুক্ত হয়েছেন তিনি।

এদিকে ডাক পাওয়ার এক মিনিটের মধ্যেই দলে যোগ দেন ব্ল্যাক উড। শিমরোন হেটমায়ার এক্সট্রা কভার অঞ্চল দিয়ে তুলে মারতে গিয়ে ইশান্ত শর্মার হাতে বল তুলে দিয়ে বিদায় নেওয়ার পর মাঠে নামেন ব্ল্যাকউড । এর ফলে ব্রাভো ও তার পরিবর্তিত হিসেবে স্কোয়াডভুক্ত হওয়া ব্ল্যাকউড একই ইনিংসে খেলার নজীর স্থাপন করলেন। যার ফলে নতুন নিয়মের সুযোগ কাজে লাগিয়ে এক ইনিংসে ১২ জন ব্যাটসম্যান খেলাতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

ব্রাভোর বিদায়ে ভেঙে যায় ব্রুকের সঙ্গে পার্টনারশীপ। ফলে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে স্বাগতিক দল। এর আগে স্বাগতিক দলের প্রথম উইকেট হিসেবে বিদায় নিয়েছিলেন রোস্টন চেজ। তবে পঞ্চম উইকেট জুটিতে ব্রুকের সাথে ৬১ রানের পার্টনারশীপ গড়েন ব্ল্যাকউড। তবে সফরকারী দলের ডানহাতি পেসার বুমরাহর শিকার হিসেবে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রুককে। এর ফলে ভেঙে যায় ক্যারিবীয়দের প্রতিরোধ।

খেলা শেষে অধিনায়ক হোল্ডার বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে। এমন পরিস্থিতির সামাল দেওয়া বেশ কঠিন।’

এদিকে ভারতীয় বোলারদের একচেটিয়া আধিপত্যের মধ্যেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ব্যাটসম্যান হানুমা বিহারি। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তৃতীয়দিন দুপুরে যখন ভারতীয় অধিনায়ক কোহলি ইনিংস ঘোষণা করছিলেন তখনও হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন এ ব্যাটসম্যান।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথের কাছে শীর্ষস্থান হারালেন কোহলি

স্মিথের কাছে শীর্ষস্থান হারালেন কোহলি

শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হ্যাটট্রিক ম্যান বুমরাহর প্রশংসা ক্যারিবিয়রা

হ্যাটট্রিক ম্যান বুমরাহর প্রশংসা ক্যারিবিয়রা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নেই ধোনি, ফিরেছেন হার্দিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নেই ধোনি, ফিরেছেন হার্দিক