ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটসম্যান র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার স্মিথ।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের শীর্ষে রয়েছে কোহলির ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যাওয়ায় র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে নেমে গেছেন কোহলি।
শীর্ষস্থান হারালেও সাবেক অধিনায়ক এমএস ধোনিকে পিছনে ফেলে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের স্থান দখল করেছেন বিরাট কোহলি।
শেষ টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে কেমার রোচের প্রথম বলেই ডাক মারেন কোহলি, আর তাতেই কপাল খুলে যায় স্মিথের। এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান কোহলি। বর্তমানে স্মিথের রেটিং পয়েন্ট ৯০৪ এবং কোহলির ৯০৩।
এদিকে অ্যাশেজ সিরিজে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ আছে স্মিথের সামনে। অন্যদিকে আগামী মাসে (অক্টোবর) নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে কোহলির।
২০১৫ সালের ডিসেম্বরে শীর্ষ স্থান দখল করার পর ২০১৮ সালের আগস্ট পর্যন্ত প্রায় তিন বছর তা অক্ষুণ্ন রেখেছিলেন স্মিথ। তবে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে নিষেধাজ্ঞা থাকায় এ সময়ে শীর্ষস্থান দখল করেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে ভালো করে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেন স্টিভেন স্মিথ। নিষিদ্ধাদেশ কাটিয়ে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে ৯২ রান করেন স্মিথ। বর্তমানে তার টেস্ট ব্যাটিং গড় ৬৩.২।
এছাড়া ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে ভারতের আজিঙ্কা রাহানের। অ্যান্টিগা টেস্টে এক হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরি পর জ্যামাইকায় গুরুত্বপূর্ণ অর্ধশতকের পর চার ধাপ এগিয়ে তালিকার সপ্তম স্থানে ওঠে এসেছেন রাহানে।