হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
হাথুরু-রোডস ব্যর্থ হলেও আশাবাদী ডোমিঙ্গো

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টটি হচ্ছে টাইগারদের প্রধান কোচ ডোমিঙ্গো প্রথম অ্যাসাইনমেন্ট। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শুরু হতে যাওয়া এ টেস্টে জয় দিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করতে চান রাসেল ডোমিঙ্গো।

বাংলাদেশ দলের অনুশীলনের আগ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই, আমি জয় দিয়ে শুরু করতে চাই। কেউই পরাজিত হতে চায় না। জয় দিয়ে শুরু করতে পারাটা সত্যিকারার্থেই অনেক বড় কিছু হবে।’

ডোমিঙ্গোর আগে বাংলাদেশ দলের দুই কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং স্টিভ রোডসের শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে। উভয় কোচেরই প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ দিয়ে। দু’জনের অধীনেই বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল।

তবে ডোমিঙ্গোর অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে দেশের মাটিতে। যেখানে গত তিন বছরে টাইগাররা নিজেদের দুর্গ বানিয়েছে। সঙ্গত কারণেই আত্মবিশ্বাসী হতে পারেন ডোমিঙ্গো এবং তার এখানে ধারা ভাঙার যথেষ্ঠ সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশি খেলোয়াড়রা তাদের সঠিক ধারা বজায় রাখতে পারলে ম্যাচটি জেতা অনেক সহজ হবে বলেও মনে করেন ডোমিঙ্গো। বলেন, ‘আমাদের নিজেদের খেলার প্রতিই নজর রাখতে হবে। ধৈর্য্যশীল হয়ে কঠিন ক্রিকেট খেলার প্রতি আমাদের নজর দিতে হবে। আফগানিস্তানের বিপক্ষে আমাদের বোলিং পার্টনারশীপ গড়ে তুলতে হবে। সেটা করতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে।’

টেস্টর আগে খেলোয়াড়দের কঠোর অনুশীলন দেখে আশাবাদী রাসেল ডোমিঙ্গো। খেলোয়াড়দের কাজের ধরন এবং সংকল্প তাকে এতটাই সন্তুষ্ট করেছে যে তিনি তাদের কাছ থেকে আর বেশি কিছু চাইতে পারেন না।

ডোমিঙ্গো বলেন, ‘গত দুই সপ্তাহ যাবত আমি এখানে কাজ করছি। আমি যা দেখেছি তাতে খুবই এক্সাইটেড। গত দুই সপ্তাহ ছেলেরা অবিশ্বাস্য কঠিন পরিশ্রম করেছে। এ পর্যন্ত যা দেখেছি তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। ছেলেদের, শক্তি, মনোভাব, কাজের ধরন অসাধারণ। তাদের কাজে আমি সত্যিই খুব খুশি।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন