হ্যাটট্রিক ম্যান বুমরাহর প্রশংসা ক্যারিবিয়রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯
হ্যাটট্রিক ম্যান বুমরাহর প্রশংসা ক্যারিবিয়রা

কিংস্টনে শনিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে হ্যাটট্রিক উইকেট শিকার করেছেন সফরকারী ভারতীয় পেস বোলার জসপ্রিত বুমরাহ। এমন ঘটনায় নিজের ক্যাপ নেড়ে তাকে অভিবাদন জানিয়েছেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার।

ইনিংসে ১৬ রানে ৬ উইকেট লাভ করেন বুমরাহ। ফলে দিন শেষে ৮৭ রানেই ৭ উইকেট হারায় স্বাগতিক দল। ফলে প্রথম ইনিংসে রানে এগিয়ে ভারত।

মাত্র ১৮ রানে বুমরাহর বলে আউট হয়ে যাওয়া হোল্ডার বলেন, ‘আজ সে যাদুকরী বোলিং করেছে। তার ওই অতি মানবীয় বোলিং তোপে পড়ে আমাদের বেশ কয়েকজন ব্যাটসম্যান আউট হয়ে গেছে।’

ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘বিকেলে বল থেকে তিনি সুইংও লাভ করেছেন। তাকে মোকাবেলা করা বেশ কঠিন। সে আমাকে কয়েকটি ইনসুইং বলও করেছেন। যে বলে আমি আউট হয়েছিলাম সেটিও ছিল কিছুটা কৌনিক, যেটি শেষ মুহূর্তে আমাকে পেরিয়ে যায়। এ বলের জন্য পুরো কৃতিত্বই তার।’

গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অভিষিক্ত হওয়া ডান হাতি বোলার বুমরাহ সচরাচর ১৪০- থেকে ১৪৫ কিলোমিটার বেগে বল করে থাকেন। তবে দুই দিকেই বলকে সুইং করাতে পারেন এ ভারতীয়।

ক্যারিয়ারে এ পর্যন্ত গড়ে ১৯ এরও কম রান দিয়ে তিনি ৬১টি উইকেট লাভ করেছেন। চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারে দারুণ আতংক ছড়িয়েছেন এ পেসার। তার এ বিধ্বংসী বোলিং সম্পর্কে স্বাগতিক বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর চেয়ে বেশি কেইবা জানেন। ইতোমধ্যে বুমরাহর কাছে তিনবার আউট হয়েছেন তিনি। দুইবার এলবিডব্লিউ এবং একবার বোল্ড আউট।

আগের সপ্তাহে এন্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন বুমরাহ। যার প্রশংসায় পঞ্চমুখ অবসর গ্রহণ করা ক্যারিবীয় কিংবদন্তী বোলার এন্ডি রবার্টস ও কোর্টলি এ্যাম্ব্রোস। ২৫ বছর বয়সি এই ভারতীয় বোলারের প্রশংসা করে রবার্টস বলেন, ‘আমার দেখা মতে তিনিই ভারতের সেরা ফাস্ট বোলার।’

৪৭টি টেস্ট থেকে ২০২ টি উইকেট শিকার করা ৬৮ বছর বয়সি এ ক্যারিবীয় ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরও বলেন, ‘ভারতে কাপিল দেবসহ আরও অনেক বোলার রয়েছে। কিন্তু আমার মনে হয় না তারা কখনো বুমরাহ’র মত বোলিং করতে পেরেছেন।’

১৯৯০ এর দশকে ক্যারিবিয়দের পেস আক্রমণের অন্যতম হাতিয়ার, ৯৮ ম্যাচ থেকে ৪০৫ উইকেট সংগ্রহ করা এ্যাম্ব্রোসও বুমরাহ’র উচ্ছসিত প্রশংসা করেছেন। তিনি ওই পত্রিকাকে বলেন, এ পেস, আগ্রামন, প্রতিকূলতা এবং নৈপুণ্যতা সব কিছুই ব্যাটসম্যানদের বিদায় করে দেবার মত। তিনি যেভাবে ব্যাটসম্যানদের আউট করেছেন তা একবার ভাবুন। সে আমাদের মত একজন হয়ে উঠবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

পাকিস্তান সফরে অনিচ্ছুক শ্রীলঙ্কার কতিপয় ক্রিকেটার

পাকিস্তান সফরে অনিচ্ছুক শ্রীলঙ্কার কতিপয় ক্রিকেটার