বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশের কন্ডিশনে সুবিধা দেখছেন মোহাম্মদ নবী

ফাইল ছবি

সফরকারীদের অধিকাংশ দলই বাংলাদেশের আবহাওয়াকে তাদের বড় প্রতিপক্ষ মনে করলেও আফগানিস্তানের বেলায় সেটি ভিন্ন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়মিতভাবেই অংশ নেওয়ায় আফগানিস্তানের কাছে এখানকার কন্ডিশন বেশ পরিচিত। ফলে বাংলাদেশের কন্ডিশন তাদের জন্য মোটেও দুর্বোধ্য নয়, বরং এটাকে সুবিধা হিসেবে দেখছেন রশিদ খানরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হওয়া একমাত্র টেস্টের প্রস্তুতি হিসেবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল। অতীতে দেখা গেছে এমনকি এশিয়ার দেশগুলোকেও চট্টগ্রামের উষ্ঞ আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কষ্ট হয়েছে। তবে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এর সঙ্গে একমত নন।

নবী বলেন, ‘এখানকার (বাংলাদেশ) আবহাওয়া কোন বিষয় নয়। কেননা আমরা মাত্র আবুধাবি থেকে এসেছি, যেখানে তাপমাত্র ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আমরা সেখানে ১০ দিন কাটিয়েছি। সুতরাং এর সঙ্গে আমরা অনেকটাই অভ্যস্ত।’

তিনি আরও বলেন, ‘এখানকার (চট্টগ্রামে) আদ্রতা কিছুটা বেশি। তবে আশা করছি ৪-৫ দিনে আমরা এটা মানিয়ে নিতে পারব। গত ৫/৬ বছর যাবত আমরা নিয়মিতভাবে এখানে খেলতে আসছি। আমাদের দলের অধিকাংশ সদস্যই এ ধরনের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত।’

টেস্ট ক্রিকেট তার দল নতুন হওয়ায় নবী বরং ইতিবাচক ক্রিকেট খেলার ওপর গুরুত্ব দেন। বলেন, ‘টেস্টে আমরা ইতিবাচক খেলতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি মনে করি উভয় দলের জন্যই বাড়তি পাওনা হচ্ছে তারা এশিয়ান কন্ডিশনে অভ্যস্ত এবং এশিয়ান খেলোয়াড়।’

নিজ মাঠে টেস্টে সাধারণত চার স্পিনার নিয়ে সেরা একাদশ সাজায় বাংলাদেশ এবং এবারও তার ব্যতিক্রম হবে না। তবে নবীর মতে বাংলাদেশের পেসাররাও হুমকি হয়ে উঠতে পারেন, ধৈর্য্য এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে নিজ দলের প্রতি আহ্বান জানান তিনি।

নবী বলেন, ‘ভালো স্পিনর আক্রমণ ছাড়া তাদের (বাংলাদেশ) ভালো ফাস্ট বোলারও রয়েছে। আমার মনে পিচ খুব বেশি বাউন্সি হবে না। অধিকাংশ সময়েই চট্টগ্রামের পিচ ব্যাটিং সহায়ক হয়ে থাকে এবং আমাদের দলে মান সম্মত বেশ কয়েকজন ব্যাটসম্যান ও স্পিনারও আছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

ওপেনার নিয়ে দ্বিধা, বোলিং কোচ দেখতে চান আরও পেসার

ওপেনার নিয়ে দ্বিধা, বোলিং কোচ দেখতে চান আরও পেসার