আজই চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৯
আজই চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

ফাইল ছবি

সফরকারী আফগানিস্তান দল শুক্রবার এসে চট্টগ্রামে অনুশীলনও করেছে। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্টে ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে দুইদিনের প্রস্তুতি ম্যাচ শেষে আজ (রোববার) বাংলাদেশ দলও যাচ্ছে চট্টগ্রামে।

বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, রোাববার বিকেল ৫টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে সাকিব আল হাসানের দল। চট্টগ্রাম পৌঁছে সোমবার থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল।

এদিকে শনিবার ঢাকায় এসেছেন জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসেন তিনি। জাতীয় দলের সঙ্গে তার চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ক্যালেফাতোর সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যর টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে কোনো নতুন মুখ নেই। তবে অধিনায়ক সাকিব আল হাসান, মিডল অর্ডার কাম অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত এবং ফাস্ট বোলার তাসকিন আহমেদ দলে ফিরেছেন।

বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

ছেলের ডেঙ্গু হওয়ায় খেলছেন না ইমরুল কায়েস

ছেলের ডেঙ্গু হওয়ায় খেলছেন না ইমরুল কায়েস

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান