সফররত শ্রীলঙ্কা হাই পারফরমেন্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে সাত উইকেট নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য নিজের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলেন স্পিনার নাঈম হাসান।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) তৃতীয় দিনের অধিকাংশ সময় বৃষ্টির কারণে খেলা নষ্ট হলে প্রত্যাশামত শুক্রবার (৩০ আগস্ট) খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয়েছে। বল হাতে ৪০ ওভারে ১৪ মেডেন এবং ৯৩ রানে ৭ উইকেট শিকার করেন নাঈম হাসান।
নাঈমের ঘূর্ণিতে লঙ্কানরা প্রথম ইনিংসে ২৪৪ রানে গুটিয়ে গেলে ১১৬ রানের লিড পায় বাংলাদেশ এইচপি। ৫৯ রানে ২ উইকেট শিকার করে নাঈমকে যথার্থ সহায়তা দেন পেসার শফিউল ইসলাম।
নাঈমের বিপক্ষে কেবলমাত্র কিছুটা প্রতিরোধ করতে সক্ষম হন লঙ্কান ব্যাটসম্যান আশেন বান্দারা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন বান্দারা। এ ছাড়া প্রমোদ মধুবান্তা করেন ৪০।
ম্যাচের চতুর্থ ও শেষ দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১০৪ রানে পৌঁছে বাংলাদেশ দল। ওপেনার নাইফ হাসান ৪০ রানে অপরাজিত থাকেন। এছাড়া প্রথম ইনিংসে ১১৩ রান করা নাজমুল হোসেন শান্ত করেন ২৩ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৬০ রান করে।
৩ সেপ্টেম্বর কক্সবাজারস্থ শেষ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নাঈম হাসান।