টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ পিএম, ৩০ আগস্ট ২০১৯
টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ না থাকলেও টেস্ট দলে কিছুটা পরিবর্তন এসেছে।

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে সিরিজে তিন টেস্টের মধ্যে শেষ টেস্টে ক্রাইস্টচার্চ হামলার পর নিরাপত্তা শঙ্কায় বাতিল হয়। ওই সিরিজে সাকিব আল হাসান না খেলায় দলের নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এ টেস্টে নেতৃত্ব ও দলে ফিরেছেন সাকিব আল হাসান। সেই সঙ্গে দলে জায়গা ফিরে পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং তাসকিন আহমেদ। ছুটির কারণে দলে নেই ওপেনার তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ।

শুক্রবার (৩০ আগস্ট) ঘোষিত দলে তামিম ইকবাল ছুটির কারণে বাদ পড়লেও মোস্তাফিজুর ও খালেদ আহমেদ বাদ পড়েছেন চোটের কারণে। অন্যদিকে মোসাদ্দেক আর তাসকিন ফিরেছেন ফর্মের জানান দিয়ে।

১৫ সদস্যের বাংলাদেশ দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান ৮ জন, স্পিনার ৪ জন এবং ৩ জন পেসার রয়েছেন।

বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আফগানিস্তান

টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আফগানিস্তান

পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

স্মিথ-ক্যারিদের নেতৃত্বে উসমান খাজা

স্মিথ-ক্যারিদের নেতৃত্বে উসমান খাজা