বাংলাদেশের চেয়ে ১৭০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ পিএম, ২৯ আগস্ট ২০১৯
বাংলাদেশের চেয়ে ১৭০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

ইমার্জিং সিরিজে চার দিনের টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১৭০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

আজকের দিনটায় বৃষ্টির বাগড়া ছিল বিরক্তিকর। ম্যাচের বড় একটা সময় ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। আগের দিন বল হাতে ঝলক দেখিয়েছিলেন অফ স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ফল বের করার আশায় ছিল বাংলাদেশ এইচপি দল।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৬ উইকেটে করেছে ১৯০ রান। এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে তারা ১৭০ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৩৩ রানে ভর দিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩৬০ রানে।

বৃহস্পতিবার দিনের শুরুতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ১০১ রান নিয়ে খেলতে নেমে সাবধানী শুরু করে লঙ্কানরা। ১৪১ রানে গিয়ে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা ইমার্জিং দল। ৪০ রান করে তানভির ইসলামের স্পিনে ফেরেন প্রমোদ মধুওয়াস্থে। পরে রমেশ মেন্ডিসকে ফিরিয়ে দেন পেসার শফিকুল ইসলাম। দিনশেষে চামিকা করুনারত্নে ৮ আর আশেন বান্দারা ৫৭ রান নিয়ে ব্যাট করছেন।

আগের দিন ৪ উইকেট পাওয়া নাঈম হাসানে আজ সাফল্য পাননি। ১টি করে উইকেট নিয়েছেন শফিকুল ও তানভীর।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

বাংলাদেশ ইমার্জিং টিম: প্রথম ইনিংসে ১৩৫.৪ ওভারে ৩৬০।

শ্রীলঙ্কা ইমার্জিং টিম: প্রথম ইনিংসে ৮৭ ওভারে ১৯০/৬ (বান্দারা ৫৭, মদুভান্থা ৪০, রমেশ ১৮; নাঈম ৪/৬৪, তানভীর ১/৩০, শফিকুল ১/৪৭)।



শেয়ার করুন :


আরও পড়ুন

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া

একেই বলে স্রেফ উড়িয়ে দেয়া

রেটিং দাবায় শীর্ষে ১৪ জন

রেটিং দাবায় শীর্ষে ১৪ জন

কারো ভাগ্য খুললেও খুলতে পারে

কারো ভাগ্য খুললেও খুলতে পারে

দক্ষিণ আফ্রিকা সিরিজে জায়গা হারাতে পারেন ধোনি

দক্ষিণ আফ্রিকা সিরিজে জায়গা হারাতে পারেন ধোনি