চলতি অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টেই বাজে আম্পায়ারিং করেছেন জোয়েল উইলসন ও ক্রিস গাফানে। এখন তার মাশুলও দিতে হচ্ছে তাদের। সিরিজের শেষ দুই টেস্টে তাদের সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফলে অ্যাশেজ পাচ্ছে এক জোড়া নতুন আম্পায়ার। আগামী ৪ সেপ্টেম্বর থেকে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হবে ম্য়াঞ্চেস্টারের এমিরেটস ওল্ড ট্র্য়াফোর্ডে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ১২ সেপ্টেম্বর থেকে লন্ডনের কেনিংটন ওভালে শুরু হবে। এই দুটি টেস্টেই মারাইস এরাসমাস ও রুচিরা পালিয়াগুরুগে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জোয়েল উইলসন ও ক্রিস গাফানের পরিবর্তে।
অ্যাশেজ সিরিজে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উইলসন ৮টি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের আম্পায়ার গাফানে ৭টি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। অথচ খুব বেশিদিন হয়নি উইলসন আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হয়েছেন।
হেডিংলি টেস্ট আম্পায়ার ভুল না করলে সিরিজের ফয়সালাই হয়ে যেত। কিন্তু ঝুলে রইল সিরিজের ভাগ্য। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ এখন ১-১।