আইসিসি টেস্ট র্যাংকিংয়ে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে তিন পেসারের। তারা হলেন- নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের জসপ্রিত বুমরাহ ও ইংল্যান্ডের জোফরা আর্চারের। তবে এ তালিকার দশ নম্বরে কোন বাংলাদেশি বোলারের নাম নেই।
সোমবার (২৬ আগস্ট) শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ৮ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি বোল্ট। ফলে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে বোলারদের তালিকায় পঞ্চমস্থানে ওঠে এসেছেন বোল্ট। তার রেটিং ৭৯৩।
বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ভারতের ডান-হাতি বুমরাহ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট নেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের একাই ধসিয়ে দেন বুমরাহ। মাত্র ৭ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।
এমন দুর্দান্ত পারফরমেন্স ফল হিসেবে র্যাংকিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছেন বুমরাহ। ৭৭৪ রেটিং নিয়ে সপ্তমস্থান দখল করেছেন তিনি।
ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে প্রধান ভূমিকা রাখেন পেসার ডান-হাতি আর্চার। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের কারণে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক ঘটে তার। লর্ডসে ৫ উইকেট নিয়ে ভবিষ্যতে বড় চমকের আগাম বার্তা দিয়ে রাখেন আর্চার।
লিডসে সিরিজের তৃতীয় টেস্টে ঠিকই চমক দেখান তিনি। প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন আর্চার। তাই ৪০ ধাপ এগিয়ে আইসিসি টেস্ট র্যাংকিং বোলারদের তালিকায় ৪৩তমস্থানে ওঠে এসেছেন আর্চার। তার রেটিং ৪০৬।
৯০৮ রেটিং নিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার প্যাট কামিন্স।
এ তালিকায় ২২, ২৩ ও ২৪ নম্বরে রয়েছেন তিন বাংলাদেশি বোলার। তারা হলেন যথাক্রমে সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তাদের রেটিং যথাক্রমে ৬৬২, ৬৫৯ ও ৬৩৫।
আইসিসি টেস্ট র্যাংকিং শীর্ষ দশ বোলার
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), রেটিং ৯০৮
২. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), রেটিং ৮৫১
৩. জেমস এন্ডারসন (ইংল্যান্ড), রেটিং ৮১৪
৪. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা), রেটিং ৮১৩
৫. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), রেটিং ৭৯৩
৬. নিল ওয়াগনার (নিউজিল্যান্ড), রেটিং ৭৮৫
৭. জসপ্রিত বুমরাহ (ভারত), রেটিং ৭৭৪
৮. কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ), রেটিং ৭৭২
৯. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান), রেটিং ৭৭০
১০. রবীন্দ্র জাদেজা (ভারত), রেটিং ৭৬৩।