রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৭ আগস্ট ২০১৯
রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

ফাইল ছবি

সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওই ম্যাচটি শুরু হবে।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের বিপক্ষে টেস্ট খেলতে ঢাকা সফরের আগে আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, আমরা শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে যাচ্ছি।

এদিকে টাইগার দলপতি সাকিব মনে করছেন, আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে সবচেয়ে ভালোভাবে সামলাতে হবে রশিদ খানকে। চট্টগ্রাম টেস্টে এই লেগ স্পিনার হতে পারেন বড় হুমকি।

সাকিব বলছেন, “অভিজ্ঞতার দিক থেকে যদি বলি, আমরা এগিয়ে থাকব। কিন্তু ও বিশ্বমানের একজন বোলার। টেস্ট খেলেছে কেবল দুটি। সেদিক থেকে এই সংস্করণে ও একটু নতুন। তবে ও যে পরীক্ষিত খেলোয়াড় তা নিয়ে কোনো সংশয় নেই। সীমিত ওভারের ক্রিকেটে ও সফল হয়েছে। আর যেহেতু অন্য দুই সংস্করণে সাফল্য পেয়েছে টেস্টেও সফল না হওয়ার কোনো কারণ নেই।”

“চ্যালেঞ্জ তো থাকে সব সময়ই। আফগানিস্তান যেভাবে উন্নতি করেছে তাতে তাদের বিপক্ষে যেকোনো সংস্করণে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জ। তাদের বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় আছে যারা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।”

“আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যক্তিগত দুই একটি পারফরম্যান্স দিয়ে জেতার সুযোগ খুব বেশি একটা থাকবে না। টিম হিসেবে ভালো খেলতে হবে।”

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে আবু ধাবিতে প্রস্তুতি ক্যাম্প করছে আফগানরা। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব থেকে গুলবাদিন নাইবকে সরিয়ে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গুলবাদিন নাইবের পরিবর্তে তিন ফরম্যাটের ক্রিকেটে দায়িত্ব দেয়া হয় রশিদ খানকে।

অধিনায়কত্ব নিয়ে রশিদ খান বলেন, জাতীয় দলের অধিনায়ক হওয়া সম্মানের ব্যাপার। প্রত্যেক খেলোয়াড়ই এই স্বপ্ন দেখেন। ক্রিকেট বোর্ড দীর্ঘ পরিকল্পনা নিয়েই আমাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব বোর্ডের এ সিদ্ধান্তকে সম্মান জানাতে।



শেয়ার করুন :


আরও পড়ুন

চিন্তা বাড়লো পিএসজির

চিন্তা বাড়লো পিএসজির

শিরোপাই লক্ষ্য হ্যালেপের

শিরোপাই লক্ষ্য হ্যালেপের

পন্থকে নিয়ে আশাবাদী শেওয়াগ

পন্থকে নিয়ে আশাবাদী শেওয়াগ

স্টোকসের কাছে বোন বিয়ে দিতেন সোয়ান

স্টোকসের কাছে বোন বিয়ে দিতেন সোয়ান