৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। এই টেস্টে স্কোয়াডে কারা থাকছেন, তা মোটামুটি তৈরিই করে ফেলেছেন নির্বাচকরা। তারপরও কিছু জায়গা এখনও নিশ্চিত না হওয়ায় এখনও ঘোষণা করা হয়নি স্কোয়াড।
নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টে সঙ্গে কথা বলে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, জাতীয় দলের পেসারদের পাশাপাশি আরো কিছু উদীয়মান বোলারকে পরখ করে দেখা হবে। সেই সঙ্গে তামিম ইকবাল বিশ্রামে থাকায় ওপেনার সাদমানের সঙ্গে অভিজ্ঞ নাকি নতুন কাউকে সুযোগ দেয়া হবে সেটা নিয়েও এখন ভাবনা রয়েছে।
পেসারদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুমন বলেন, উইকেটটেকিং পেস বোলার আমাদের খুব দরকার হয়। এটা সেও (ল্যাঙ্গেভেল্টে) জানে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ হয়েছে। ও সবাইকে দেখতে চাচ্ছে। আমাদের যে তরুণ পেস বোলার আছে তাদের নিয়ে এসে দেখাবো।
দল ঘোষণা প্রসঙ্গে সুমন বলছেন, টেস্ট দল নিয়ে কোচ আর অধিনায়কের সঙ্গে আমরা প্রাথমিক আলোচনা করেছি। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই দল ঘোষণার জন্য আমরা একটু সময় নিচ্ছি। ৩০ অথবা ৩১ তারিখে আমরা দল ঘোষণা করবো।