ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ভারতের দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৬ আগস্ট ২০১৯
ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ভারতের দুর্দান্ত জয়

ছবি : গেটি ইমেজ

ব্যাট হাতে সেঞ্চুরি করেন অজিঙ্কা রাহানে। আর বোলিংয়ে আলো ছড়ান জাসপ্রিত বুমরাহ। আর এতেই এক সেশনে ১০০ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে ৩১৮ রানে।

৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় রোলারদের বোলিং তোপে ১০০ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের প্রথম টেস্টে ৩১৮ রানে জিতেছে বিরাট কোহলির দল।

ভারতের ৪১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টিকে থাকতেই সংগ্রাম করতে হয়েছে স্বাগতিকদের। বুমরাহ ও ইশান্তের বোলিং ছোবলে মাত্র ১৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের রান তুলতে পারেনি।

দুই ওপেনারকে ফেরানোর পর ড্যারেন ব্রাভোকে বিদায় করেন বুমরাহ। পরে শেই হোপ ও হোল্ডারকে বোল্ড করে ক্যারিয়ারে চতুর্থবারের মতো নেন পাঁচ উইকেট।

জাসপ্রিত বুমরাহ ছাড়াও মোহাম্মদ শামিও সমান তালে উইকেট শিকার করেন। ৫০ রানেই ৯ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ ও মিগুয়েল কামিন্সের ৫০ রানের জুটিতে তিন অঙ্ক স্পর্শ করে স্বাগতিকরা।

৮ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে জাসপ্রিত বুমরাহ তুলে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে ইশান্ত ৩১ রানে ৩ উইকেট ও ১৩ রানের শামি তুলে নিয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
১ম ইনিংস
ভারত : ২৯৭
উইন্ডিজ : ২২২

২য় ইনিংস
ভারত : ৩৪৩/৭ (ইনিংস ঘোষণা)

উইন্ডিজ : (লক্ষ্য ৪১৯) ২৬.৫ ওভারে ১০০

ফল : ভারত ৩১৮ রানে জয়ী
ম্যাচ সেরা : অজিঙ্কা রাহানে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইগো দূর করার বই পড়ছেন কোহলি!

ইগো দূর করার বই পড়ছেন কোহলি!

স্টোকসের বীরত্বে ঐতিহাসিক টেস্ট জয় ইংল্যান্ডের

স্টোকসের বীরত্বে ঐতিহাসিক টেস্ট জয় ইংল্যান্ডের

টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

এবার নেতৃত্বে মালিঙ্গা

এবার নেতৃত্বে মালিঙ্গা