নিজেদেরই এগিয়ে রাখলেন মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ পিএম, ২৫ আগস্ট ২০১৯
নিজেদেরই এগিয়ে রাখলেন মিরাজ

নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে বাংলাদেশের। কিন্তু তার আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অনেক না পাওয়া নিয়েই এ ম্যাচে মাঠে নামতে হবে টাইগারদের।

রোববার (২৫ আগস্ট) মিরপুরে অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিরাজ। আফগানিস্তানকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আসলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। ছোট আর বড় বলে কোনো কথা না। কারণ টেস্ট ক্রিকেটে যারাই ভাল খেলবে তারাই জিতবে। কিন্তু তারপরেও আমরা কিন্তু ওদের থেকে অনেক এগিয়ে আছি; অভিজ্ঞতার দিক থেকে। তাছাড়া হোম কন্ডিশন। ওদের থেকে অনেক দিক থেকেই এগিয়ে আছি। তারপরেও যতই এগিয়ে থাকি, যতই অভিজ্ঞতা থাকুক আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে, আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। যার যার জায়গায় ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে হবে। আর আমরা যদি পার্টিকুলার এরিয়াতে যদি পারফর্ম করি তাহলে কাজটা সহজ হয়ে যাবে।’

তবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কতটুকু আধিপত্য দেখাবে সেটা লক্ষ্য করার বিষয়। মিরাজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা ডমিনেট করে খেলার চেস্টা করব। সেরকমই আমরা কাজ করছি। এন্ড অব দ্য ডে আমরা যদি ভাল ক্রিকেট খেলি ওরা কিন্তু আমাদের বিপক্ষে ওরকম কিছুই করতে পারবে না। তারপরেও খেলায় কিন্তু হার-জিত থাকবে, ভাল সময়-খারাপ সময় থাকে। আমরা যেন ভাল ক্রিকেট খেলি এবং আমরা যেন প্রমান করি যে না ওদের চেয়ে ভাল দল এবং আমরা ভাল ক্রিকেট খেলি। বিগত কয় বছরে যেটা খেলেছি। এটাই আমরা চেস্টা করছি, এভাবেই কঠোর পরিশ্রম করছি।’

মিরাজ আরও বলেন, ওয়ানডে ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটের চেয়ে টেস্ট ক্রিকেট হিউজ ডিফারেন্স। যেটা ওদের স্পিনাররা করে আসছে। যেমন ওরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে রান সেভ দিয়ে বল করে বা বিভিন্ন জায়গা বল করে থাকে। এটার জন্য হয়ত ব্যাটসম্যান চার্জ করে থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু ওইরকম কিছু নাই যে জোর করে মারা বা চার্জ করে খেলা। যতক্ষণ ভাল করবে ততক্ষণ সার্ভাইব করবে। একটা খারাপ করলে ওটাই মারবে। আর ধৈর্য্য সহকারে বোলার কতকক্ষণ বল করতে পারে এটাই বোলাররের সার্থকতা। ওরা কতটুকু করবে বা কতটুকু প্রস্তুতি নিয়ে আসবে সেটা ওরাই ভাল জানে। বাট আমি মনে করি ওদের থেকে টেস্ট ক্রিকেটে আমরা অনেক এগিয়ে আছি। আমরা শতভাগ দিতে পারলে ফলাফল আমাদের দিকেই আসবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

স্টোকসের বীরত্বে ঐতিহাসিক টেস্ট জয় ইংল্যান্ডের

স্টোকসের বীরত্বে ঐতিহাসিক টেস্ট জয় ইংল্যান্ডের

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করলো বাংলাদেশের যুবারা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করলো বাংলাদেশের যুবারা

৯৫ মিনিট ব্যাট করে শূন্য রান

৯৫ মিনিট ব্যাট করে শূন্য রান

ইগো দূর করার বই পড়ছেন কোহলি!

ইগো দূর করার বই পড়ছেন কোহলি!