হয় রেকর্ড নয় হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৫ আগস্ট ২০১৯
হয় রেকর্ড নয় হার

অ্যাশেজের হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ধসে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তৃতীয় দিন শেষ এখন ইংল্যান্ডের সামনে রেকর্ডের হাতছানি। ম্যাচ জিততে হলে তাদের রেকর্ড গড়েই জিততে হবে, আর না হয় হার মেনেই মাঠ ছাড়তে হবে।

৩৫৯ রান তাড়ায় নেমে শনিবার হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৫৬ রান তুলেছে ইংল্যান্ড। অ্যাশেজের আশা টিকিয়ে রাখতে হলে বাকি দুই দিন আর হাতে থাকা ৭ উইকেট নিয়ে আরও ২০৩ রান করতে হবে ইংলিশদের। রুট অপরাজিত আছেন ৭৫ রানে। সঙ্গী স্টোকস ব্যাট করছেন ২ রানে।

এই ম্যাচ জিতলে রান তাড়ার নতুন রেকর্ড গড়বে রুটের ইংল্যান্ড। সেই ১৯২৮ সালে ৩৩২ রান তাড়ায় জয়ই তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ইতিহাস গড়ার আশা জিইয়ে আছে তাদের অধিনায়কের ব্যাটে।

হেডিংলি টেস্টের প্রথম দুই দিনে গেছে উইকেট পতনের স্রোত। প্রথম দিন টসে জিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল। বহু ধুকে শেষমেশ ১৭৯ তুলতে পেরেছিল অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস দিয়ে শুরু হয়েছিল তৃতীয় দিন। ৬ উইকেট ১৭১ রানে দিন শুরু করা দলকে আরও কিছু দূর এগিয়ে নেয় মার্নাস লাবুশেন ও জেমস প্যাটিনসনের জুটি। সপ্তম উইকেটে দুজনে যোগ করেন ৫১ রান। প্যাটিনসনকে ২০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন জফরা আর্চার। এরপর আর খুব বেশি দূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। অসাধারণ ইনিংস খেলে লাবুশেন রান আউট হয়ে যান ৮০ রানে। ৩১ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

৩৫৯ রানের রেকর্ড রান তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। হ্যাজেলউডের ছোবলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রোরি বার্নস। দলের তখন ১৫ রান, ওই রানেই পড়েছে আরেক উইকেট। পুরো অ্যাশেজে হতাশার ছবি হয়ে থাকা জেসন রয় প্যাট কামিন্সের বলে হয়ে যান বোল্ড। এরপর ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় রুট আর ডেনলির দুর্দান্ত জুটিতে। তৃতীয় উইকেটে ভালো রান নিয়ে আসে তাদের জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৭৯

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৬৭

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: আগের দিন (৫৭ ওভারে ১৭১/৬) ৭৫.২ ওভারে ২৪৬ (লাবুশেন ৮০, প্যাটিনসন ২০, কামিন্স ৬, লায়ন ৯, হ্যাজেলউড ৪*; আর্চার ২/৪০, ব্রড ২/৫২, ওকস ১/৩৪, লিচ ১/৪৬, স্টোকস ৩/৫৬)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৫৯) (বার্নস ৭, রয় ৮, রুট ৭৫*, ডেনলি ৫০, স্টোকস ২* ; কামিন্স ১/৩৩, হ্যাজেলউড ২/৩৫, লায়ন ২/৪২, প্যাটিনসন ০/২৩, লাবুশেন ০/১৩)

 



শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’

বেতিসের বিপক্ষেও ফিরছেন না মেসি

বেতিসের বিপক্ষেও ফিরছেন না মেসি

সালাহর জোড়া গোল, আর্সেনালের বিপক্ষে লিভারপুলের জয়

সালাহর জোড়া গোল, আর্সেনালের বিপক্ষে লিভারপুলের জয়

ঘরের মাঠে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ