নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। শুক্রবার (২৩ আগস্ট) কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
৬২ টেস্টে ২৪৯ উইকেট নিয়ে কলম্বো টেস্ট খেলতে নামেন বোল্ট। এ টেস্টের দ্বিতীয় দিন প্রথম সেশনে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল পেরেরাকে শিকার করে নিজের শিকার ২৫১-তে নিয়ে যান বোল্ট।
বোল্টের আগে নিউজিল্যান্ডের পক্ষে ২৫০ বা তার বেশি উইকেট শিকার করেছেন স্যার রিচার্ড হ্যাডলি ও ড্যানিয়েল ভেট্টোরি। হ্যাডলি ৮৬ ম্যাচে ৪৩১ ও ভেট্টোরি ১১২ টেস্টে ৩৬১ উইকেট শিকার করেছেন।
হ্যাডলি-ভেট্টোরি ও বোল্টের পর নিউজিল্যান্ডের হয়ে টেস্টে আড়াইশ বা তার বেশি উইকেট শিকারের খুব কাছে আছেন চলমান টেস্টে খেলতে থাকা টিম সাউদি। ৬৭ ম্যাচে তার শিকার এখন অবধি ২৪৭ উইকেট।