বৃহস্পতিবার একদিকে যখন নির্ধারিত হয়ে যাবে ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ, তখন অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু হবে টিম ইন্ডিয়ার। আর সেই লড়াইয়ের জন্য নতুনভাবে সেজেছে গোটা দল। প্রথমবার টেস্টের জার্সিতে লেখা থাকবে ক্রিকেটারদের নাম ও নম্বর।
অনেক আলোচনা, বিতর্ক, পরিকল্পনার পর অবশেষে সিদ্ধান্ত হয়েছিল যে টেস্টের জার্সিতেও ক্রিকেটারদের নাম এবং নম্বর উল্লেখ থাকবে। সেই মতোই অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে নতুন জার্সি গায়ে চাপিয়ে ফটোশুট করলেন কোহলি, রোহিত, কুলদীপ, ঋষভ, পূজারারা। সীমিত ওভারে যে নম্বরের জার্সিতে দেখা যায় রোহিত-কোহলিদের, তা অপরিবর্তিত রয়েছে। এদিকে চেতেশ্বর পূজারার পরেছেন ২৫ নম্বর জার্সি। আবার রাহানে পেয়েছেন ৩ নম্বর জার্সিটি। অশ্বিনের নামের নিচে লেখা ৯৯।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই যে টেস্ট সিরিজ তা আর পাঁচটা টেস্টের মতো নয়। কারণ এগুলো এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যা শুরু হয়েছে এবারের অ্যাশেজ সিরিজ দিয়ে। আগামী দু’বছরের এই সফরে টেস্টের গুরুত্বও যেমন বাড়বে, তেমনই কঠিন হয়ে উঠবে প্রতিযোগিতাও।
ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি আর একদিনের সিরিজ জিতেছে ভারত। টেস্ট সিরিজের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে গোটা দল। ক্যারিবিয়ানদের অবশ্য ফুরফুরে থাকার মতো পরিস্থিতি নেই। দুটি সিরিজেই হার। টেস্টে নামার আগে তাই জেসন হোল্ডারের টিম যথেষ্ট চাপে।