শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাদ তাসকিন, নতুন মুখ নাঈম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাদ তাসকিন, নতুন মুখ নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

অন্যদিকে দলে নতুন মুখ হিসেবে যায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। এছাড়া দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বি।

তাসকিন ছাড়াও দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, শফিউল ইসলাম ও শুভাশিস রায়।

ত্রিদেশীয় সিরিজ শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত বাংলাদেশের প্রথম টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন ও নাঈম হাসান (নতুন মুখ)।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ শেষে মাশরাফির ‘আক্ষেপ’

ম্যাচ শেষে মাশরাফির ‘আক্ষেপ’

ফাইনালের দল ঘোষণা, ফিরলেন ইমরুল

ফাইনালের দল ঘোষণা, ফিরলেন ইমরুল

তুষার-রাজ্জাককে সম্মাননা

তুষার-রাজ্জাককে সম্মাননা

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা