ক্রিকেটের সবচেয়ে আদি দ্বৈরথ হলো অ্যাশেজ সিরিজ। অ্যাশেজ জন্ম দিয়েছে অসংখ্য গল্পগাথার। সেই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই তো হতেই হবে। হচ্ছেও তাই।
বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া আউট হয়েছে ২৫০ রানে। তবে অস্ট্রলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে আসলে স্মিথ ছাড়া সেভাবে কেউ দাঁড়াতে পারেননি। টানা তৃতীয় সেঞ্চুরির পথে থাকা স্মিথ শেষ পর্যন্ত থেমেছে ৯২ রানে। মূলত তার ব্যাটে ভর করেই ২৫০ করেছে অস্ট্রেলিয়া। স্মিথ ছাড়া সর্বোচ্চ ৩৬ রান এসেছে উসমান খাজার ব্যাট থেকে।
লর্ডস টেস্ট শুরুই হয়েছে বৃষ্টির বাধার মধ্যে দিয়ে। প্রথম দিন টসই সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে টস জিতে ইংল্যান্ডকেই ব্যাট করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে শুরুতে ভালোই সাফল্য পেয়েছিল অসিরা।
তবে শেষের দিকে এসে জনি বেয়ারেস্ট এবং ক্রিস ওকসের ব্যাটিংয়ে ভর করে ২৫৮ তে পৌঁছায় স্বাগতিকরা।
জবাব দিতে নেমে সেভাবে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৩ রানে, ক্যামেরন বেনক্রফট ১৩ রানে আউট হন। ৩৬ রানে আউট হন উসমান খাজা। এছাড়া ট্রাভিস হেড ৭, ম্যাথ্যু ওয়েড ৬, টিম পেইন ২৩ এবং প্যাট কামিন্স করেন ২০ রান।
শেষ দিকে পিটার সিডল ৯, নাথান লায়ন ৬ রান করে আউট হলে ২৫০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। স্টুয়ার্ট ব্রড নেন ৪ উইকেট। ৩টি নেন ক্রিস ওকস, ২টি নেন জোফরা আর্চার এবং ১টি নেন জ্যাক লিচ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ইংলিশরাও।