শ্রীলঙ্কার গলে মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউয়িরা। খেলার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন ট্রেন্ট বোল্ট। ইনিংসের ৮২তম ওভারে বল করতে আসেন শ্রীলঙ্কার স্পিনার লাসিথ এমবুলদেনিয়া। বাঁহাতি এই স্পিনারের বল সুইপ করতে যান বোল্ট।
সেই সময় বল ব্যাটে লেগে লাফিয়ে ওঠে। আটকে যায় বোল্টের হেলমেটের গ্রিলে। মজার ছলেই সেই বল ধরতে যান উইকেটকিপার নিরোশান ডিকওয়েলা। বোল্ট সেই বল নিয়েই ঘুরতে থাকেন। পরে সেই বল বের করেন এক শ্রীলঙ্কার খেলোয়াড়।
— Out of Context Cricket (@ooccricket) August 15, 2019
পরে লাকমলের বলে ১৮ রানে আউট হন কিউয়ি পেসার। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৯ রানে। সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা করে ২৬৭। দ্বিতীয় ইনিংসে অবশ্য শ্রীলঙ্কার স্পিনারদের সামনে বেকায়দায় নিউজিল্যান্ড।